এখন পড়ছেন
হোম > রাজ্য > বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা মাস্টারস্ট্রোক দিতে পারেন খোদ অমিত শাহ

বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মচারীরা মাস্টারস্ট্রোক দিতে পারেন খোদ অমিত শাহ

সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বঙ্গ বিজেপি। সামনেই 2019 এর লোকসভা ভোট। আর সেই ভোটে সারা দেশে বিজেপি বিরোধী হিসেবে পরিচিত তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনাকে কাজে লাগিয়ে এ রাজ্যে নিজেদের ভোটব্যাংক বাড়াতে তৎপর গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, আগামী 27 জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় এসে বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদকে নিয়ে একটি বৈঠক করবেন এবং অন্যান্য রাজ্যগুলিতে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা সহ অন্যান্য দিক থেকে কতটা সুখে রয়েছে সেই বার্তাও দেবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি ঠিক কোন সময় সরকারি কর্মচারীদের সাথে বৈঠক করবেন তা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহল মনে করছে কেন্দ্র হোক বা রাজ্য একটি সরকার চালাতে গেলে সরকারি কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য তা ভালই জানেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাই আগামী দিনে বাংলায় পদ্ম ফোটাতে সেই সরকারি কর্মচারীদের সাথে বৈঠক করতে চাইছেন তিনি। দলীয় সূত্রে খবর, অর্থনৈতিক দাবিদাওয়া, ষষ্ঠ বেতন কমিশন ও রাজ্যের অবাধ নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়গুলো সেই বৈঠকে তুলে ঘাসফুল শিবিরকে চাপ বাড়াতে তৈরি গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপি প্রভাবিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন, তাতে রাজ্যের কর্মচারীদের অনেকটাই ফারাক রয়েছে কেন্দ্রের কর্মচারীদের। 2018 সালের নভেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তাই রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের বিরুদ্ধে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা নিয়েই এক যোগে লড়াই করবে তারা। তবে আগামী দিনে রাজ্যের শাসক দলকে চাপে রাখতে এই লড়াই দিল্লী পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদ। সবমিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনের সাথে বৈঠকে ঠিক কি কি বার্তা দেন তার জন্য অপেক্ষা আগামী 27 জুন পর্যন্ত ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!