এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর, জেনে নিন বিস্তারিত

সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর, জেনে নিন বিস্তারিত


 

অবশেষে সরকারি কর্মীদের সুখবর শোনাতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এবার বড়সড় সুখবর আসতে চলেছে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য। জানা গেছে, সম্প্রতি নতুন বেতন কমিশনের সুপারিশ মোতাবেক পেনশন ভোগীদের আর্থিক সুবিধা দিতে অর্থ দপ্তরের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে বিজ্ঞপ্তির ফলে এবার পারিবারিক পেনশনভোগীরা তাদের সমস্ত সুবিধা লাভ করবেন।

প্রসঙ্গত, অতীতে এই ব্যাপারে অর্থ দপ্তর নির্দেশিকা জারি করলেও তাতে বেশ কিছু তথ্য অস্পষ্ট ছিল। ফলে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে এই বিষয় নিয়ে প্রবল ধন্দ তৈরি হয়। তবে অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেকার ধোঁয়াশা কাটাতেই অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হল বলে মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ আগামী 2016 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হচ্ছে। এক্ষেত্রে অবসর নেওয়ার সময় কর্মীদের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে হারে বেতন নির্ধারিত হবে, তার ভিত্তিতেই তাদের পেনশন চূড়ান্ত হবে বলে খবর। শুধু তাই নয়, গ্রাচুয়িটির সর্বোচ্চ পরিমাণ 6 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা করা হয়েছে বলেও জানা গেছে।

এছাড়াও যদি অবসরপ্রাপ্ত সেই সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে তার স্ত্রী এবং স্বামী গ্র্যাচুইটি বাবদ অতিরিক্ত অর্থ পাবেন। সব মিলিয়ে অর্থ দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে পারিবারিক পেনশন ভোগীদের সুবিধা দেওয়ার কথা জানা গেল। যা নিঃসন্দেহে খুশির খবর নিয়ে আসল অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!