এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় সুখবর সরকারি কর্মীদের জন্য, জেনে নিন

বড়সড় সুখবর সরকারি কর্মীদের জন্য, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একদিকে করোনা, অন্যদিকে শারদ উৎসব। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন চলার কারণে এমনিতেই অর্থনৈতিক পরিস্থিতি কার্যত সংশয়ের মুখে এসে পড়েছে। তাই এমতাবস্থায় পুজোর মুখে আদৌ সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। তবে বেশ কিছুদিন আগেই পুজোর বোনাসের কথা ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। আর এবার করোনা আবহের মধ্যে ফের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় উপহারের কথা ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর। জানা গেছে, উৎসবের মরসুমে মাসে যাতে বেতনের উপর কোনো প্রভাব না পড়ে, সেই ব্যাপারটিকে নিশ্চিত করতে অক্টোবরের আগাম বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ফলে চলতি মাসে 2 মাসের বেতন নিজেদের ঘরে তুলতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

বলা বাহুল্য, করোনা পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ যাতে আনন্দ উৎসবে শামিল হতে পারে, তার জন্য দুর্গাপূজায় ছাড় দেওয়া হয়েছে। অক্টোবরে রয়েছে দুর্গাপুজো। তারপর এই মাসের শেষেই রয়েছে লক্ষ্মীপুজো। ফলে সেক্ষেত্রে বেতনে যাতে কোনো প্রভাব না পড়ে, তার জন্যই অক্টোবর মাসের বেতন আগেই দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য গত 30 সেপ্টেম্বর অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 28 থেকে 29 অক্টোবরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়া হবে। এমনিতেই সরকারি কর্মচারীরা মাস পয়লায় বেতন পেয়ে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্র ধুকতে থাকায় সেপ্টেম্বরের বেতন পয়লা অক্টোবর পাওয়ার পর অক্টোবরের বেতন আগামী অক্টোবর মাসের 28 থেকে 29 তারিখের মধ্যেই পাওয়া যাবে। ফলে এক মাসে রাজ্যের সরকারি কর্মচারীরা দুই মাসের বেতন পেয়ে যাবেন বলে দাবি রাজ্য সরকারের। উৎসবের মরসুমের মাসে এভাবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তরের পক্ষ থেকে কল্পতরু সিদ্ধান্ত নেওয়ায় কর্মচারীরা যে অনেকটাই আনন্দিত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশের মতে, চলতি বছরের 13 মে করোনা ভাইরাসের সংকটকালের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে অগ্রিম উৎসব ভাতা 10 হাজার টাকা করা হয়েছে বলে জানান তিনি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণায় উপকৃত হন রাজ্যের 10 লক্ষ মানুষ। অর্থনৈতিক সংকট চলা সত্বেও মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য এহেন ঘোষণা করায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকেন সরকারি কর্মচারীরা। অনেকে বলছেন, করোনা আবহের মধ্যে এমনিতেই সরকারি কর্মচারীদের অনেকেরই ঘরে এখন নুধ আনতে পান্তা ফুরোনোর অবস্থা। অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয় রাজ্যের। কিন্তু তার মধ্যেও উৎসবের মরসুমের কথা মাথায় রেখে যেভাবে সরকারি কর্মচারীরা অক্টোবর মাসেই জোড়া বেতন পেতে চলেছে, তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রশংসা করছেন সকলেই। সব মিলিয়ে রাজ্যের অর্থ দপ্তরের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা কতটা উপকৃত হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!