এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর ছুটি মিটতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

পুজোর ছুটি মিটতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

এমনিতেই পুজোর মরসুমে অনেকটা বেশি ছুটি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। এবার পুজো পেরোতে না পেরোতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। ছট পুজো উপলক্ষে এবার একদিনের পরিবর্তে দু’দিন ছুটি পাবেন তাঁরা। সোমবার রাজ্যের অর্থ দফতর এ ঘোষণা করল।

এতদিন পর্যন্ত দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর মতো ছট পুজোতেও একদিনের ছুটি পেতেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও এই ছুটিটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পান সরকারি কর্মচারীরা। বাম আমলে ভাইফোঁটা ও ছট পুজোর ছুটি পেতেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার দু’বছর পর ছট পুজোয় ছুটি দেওয়ার নিয়ম চালু হয়। ২০১৬ সালে ছট পুজো শনিবার পড়ায় পরের সোমবার রাজ্য সরকারি কর্মীদের একাংশকে ছুটি দেওয়া হয়েছিল। তবে এবার এই পুজো উপলক্ষে দুদিন ছুটি পাবেন কর্মীরা।

যদিও এই দুদিন ছুটি সকলের জন্য ধার্য নয়। নবান্ন সূত্রে জানানো হয়েছে, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি কর্মচারী ছুটি পাবেন।আর যারা ছট পুজোর ব্রত পালন করেন তারা বুধবার অতিরিক্ত একদিন ছুটি পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,ছট উপলক্ষে অনেক কর্মীরাই বাড়ির বাইরে যান। মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত চলবে পুজো। ফলে পরের দিনই কর্মক্ষেত্রে যোগ দিতে সমস্যায় পড়তে পারেন অনেকেই। তাই মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় স্বভাবতই খুশি কর্মীরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দুর্গাপুজোয় সপ্তমী থেকে প্রায় লক্ষ্মীপুজো পর্যন্ত লম্বা ছুটি কাটিয়েছেন কর্মীরা। এবার ছটপুজো উপলক্ষে সকলের ছুটি বরাদ্দ ১৩ই নভেম্বর। আর সেকশনাল হলিডে গ্রাউন্ডে ১৪ তারিখও ছুটি কাটানোর সুযোগ পাবেন রাজ্য সরকারের একাংশের কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!