এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি কর্মচারীর মৃত্যুতে নিকটাত্মীয়ের চাকরির নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার – জানুন বিস্তারিত

সরকারি কর্মচারীর মৃত্যুতে নিকটাত্মীয়ের চাকরির নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার – জানুন বিস্তারিত

সরকারি কর্মচারীদের মৃত্যুতে তাঁর নিকটাত্মীয়দের চাকরি দেওয়ার বিধি রয়েছে এরাজ্যে। কিন্তু সরকারি কর্মচারীদের মৃত্যুতে তাঁদের কাছের মানুষদের চাকরি দিতে গিয়ে যে দপ্তরে সেই কর্মচারী কাজ করতেন সেখানে শূন্যপদ না থাকায় সেই নিয়োগপত্র দেওয়াতেই তৈরি হত সমস্যা। বিভিন্ন দপ্তর থেকে মাঝেমধ্যেই অভিযোগ আসত যে সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাঁদের নিকট আত্মীয়দের চাকরি পেতে দীর্ঘদিন সময় লাগছে।

ফলে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যদের আর্থিক দুর্দশার মধ্যেই দিন কাটাতে হত। কিন্তু এবার মৃত সরকারি কর্মচারীদের নিকটাত্মীয়দের চাকরি দেওয়ার জন্য কিছুটা প্রক্রিয়া বদল করল রাজ্য সরকার।সূত্রের খবর অর্থ দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে মৃত সরকারি কর্মচারীদের নিকটাত্মীয়দের চাকরি অন্য দপ্তরে দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে।

মৃত কর্মীর যে দপ্তরে কাজ করতেন সেখানে যদি কোনো শূন্যপদ না থাকে তাহলে অন্য দপ্তরেই দেওয়া হবে সেই চাকরি। কিন্তু কিভাবে এই গোটা বিষয়টি চালাবে রাজ্য সরকার?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মৃত সরকারি কর্মচারী যে দপ্তরে কাজ করতেন সেখানে শূন্যবাদ আছে কিনা সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর অর্থ দপ্তরকে জানাবে। আর তারপরই অর্থ দপ্তর কোন দপ্তরে কত শূন্যপদ আছে তা খতিয়ে দেখে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে সেখানে মৃত সরকারি কর্মচারীর নিকটাত্মীয়ের গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মৃত সরকারি কর্মচারীদের পোষ্যরা নিয়োগপত্র পাচ্ছেন না বলে সরকারের কাছে নানা অভিযোগ আসতে শুরু করেছিল। এমনকি সঠিক শূন্যপদ না থাকায় সরকারি কর্মচারী সংগঠনের একাংশ সেই মৃত সরকারি কর্মচারীদের পরিবারকে হয়রানি করতেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

আর এরপরই এই ব্যাপারে উদ্যোগী হয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। আর এবার সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাঁদের পরিবার পরিজন যাতে আর কোনো কষ্ট না থাকে সেই জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে খোঁজ নিয়ে যে দপ্তরে শূন্যপদে রয়েছে সেখানে তাঁর নিকট আত্মীয়কে নিয়োগ করার জন্য নির্দেশ দিল রাজ্যের অর্থ দপ্তর।

আর সরকারের এই নতুন নিয়মে বেজায় খুশি সরকারি কর্মচারীদের সংগঠন। এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, “নতুন ব্যবস্থা চালু হওয়ায় চাকরির জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। তবে অর্থ দপ্তরে যাতে চাকরির ফাইল আটকে না থাকে সেটাও দেখতে হবে।” সব মিলিয়ে এবার সরকারি কর্মচারীর মৃত্যুতে নিকটাত্মীয়ের চাকরির নিয়মেও বড় পরিবর্তন আনল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!