এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বেতন নিয়ে নয়া সংশয় সরকারি কর্মচারীদের মধ্যে, অর্থ দপ্তরের নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন!

বেতন নিয়ে নয়া সংশয় সরকারি কর্মচারীদের মধ্যে, অর্থ দপ্তরের নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন!


 

ইতিমধ্যেই বেতন বৃদ্ধির ব্যাপারে সরকারি ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু জানুয়ারিতেই সেই বেতন বৃদ্ধি হচ্ছে কিনা, তা নিয়ে ব্যাপক চিন্তার ভাঁজ পড়েছে সরকারি কর্মচারীদের কপালে। জানা গেছে, সম্প্রতি অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি একটি আদেশনামা দেওয়া হয়েছিল। যেখানে নতুন বেতনক্রম নেওয়ার অপশন ফর্ম পূরণের শেষ দিন 24 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি বলা হয়েছিল। আর এতেই বিভ্রান্তি ছড়িয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মনে।

একাংশের মতে, যদি পছন্দের বেতনক্রম নেওয়ার অপশন দিতেই এই 15 জানুয়ারি পর্যন্ত চলে যায়, তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বাড়তি বেতন পাওয়া যাবে কি করে! তবে এই ব্যাপারে অর্থ দফতরের কর্তারা অবশ্য অন্য কথা বলছেন। তাদের দাবি, জানুয়ারি মাস থেকেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হবে।

জানা গেছে, 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের পদোন্নতি হয়নি, তাদের অপশন ফর্ম পূরণের কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে নবান্ন। তবে যারা তা পেয়ে গিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা সর্বশেষ পদোন্নতির সুবিধা দাবি করবেন এবং নতুন বেতন চাইবেন বলে মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই নতুন বেতনের হিসাব কষতে দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না। আর তাই সেই সমস্ত কর্মীরা এবার আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তাদের অপশন ফর্ম পূরণ করেন, তার জন্য বার্তা দিতে শুরু করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর।

অন্যদিকে এই ব্যাপারে ‘‘আমাদের বিশ্বাস, এই পরিস্থিতিতে সরকার বর্ধিত বেতন দিতে দেরি করবে না,’’ বলেন সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক দেবাশিস শীল। সংগঠনের মেন্টর গ্রুপের সদস্য মনোজ চক্রবর্তী বলেন, “দেরি হবে বলে মনে হয় না। তবে তা যদিও হয়, এরিয়ার পেয়ে যাবেন কর্মীরা। পয়লা জানুয়ারি থেকেই তারা বর্ধিত বেতন পাবেন।”

অন্যদিকে এই ব্যাপারে রাজ্য কো অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, “এমনিতে দেরি হওয়ার কথা নয়। তবে অনলাইন নতুন পদ্ধতিতে সব কর্মী তত সড়গড় নন। সেটা সরকারের দেখা দরকার।” তবে সকলের আশা-আশঙ্কাকে নিয়ে এখন সরকার কবে বেতনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!