এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জেনে নিন

সরকারি কর্মীদের উদ্দেশ্যে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জেনে নিন


দীর্ঘদিন পর লকডাউনের বন্দিদশা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজ্য। করোনা সংক্রমণ চললেও, অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে রাজ্যের সরকারি অফিসগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাসের পরিমাণ সঠিকমাত্রায় না থাকায়, সেই সরকারি কর্মচারীদের অফিসে আসতে অনেকটাই সমস্যা হচ্ছিল।

করোনা সংক্রমণ রোখার কথা মাথা রেখে শুক্রবারের ফেসবুকে পোস্টে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লেখেন। তিনি লেখেন, ‘বাঙালিদের কোনওদিন দমিয়ে রাখা যায় না। তাই তো করোনা এবং আমফানের মতো জোড়া ধাক্কা সামলে এগিয়ে চলেছি আমরা। রাজ্য সরকারের তরফে আমি সমাজসেবী, পুলিশ, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ধন্যবাদ জানাই। দয়া করে আপনারা সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। নিজেদের সুষম পুষ্টির দিকেও নজর রাখুন।’ এছাড়াও গোটা রাজ্যবাসীকেও সামাজিক দূরত্ব পালন সহ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুক পোস্টের মাধ্যমে সরকারি কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, ‘দয়া করে কেউ তাড়াহুড়োয় ভিড় বাসে চড়বেন না। সরকারি কর্মীদের অফিসে ঢুকতে দেরি হলেও হাজিরা খাতায় লাল কালি পড়বে না বলে আগেই জানিয়েছি।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলির কাছে বেশকিছু আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “যতটা সম্ভব কর্মীদের ওয়ার্ক ফর হোমের বন্দোবস্ত করুন। অফিসে আসতে হলেও তাদের ঢোকার সময়ের ক্ষেত্রে কিছুটা ছাড় দিন।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই পোস্ট করে বেসরকারি সংস্থাগুলোর কাছে আবেদন করলেন যে, সরকারি ক্ষেত্রে যেমন তিনি কর্মচারীদের ছাড় দিয়েছেন, ঠিক তেমনই বাংলার সুরক্ষার জন্য বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রেও যেন ছাড়ের ব্যাপারটি লক্ষ্য করে বেসরকারি সংস্থাগুলো।

তবে বাংলার মুখ্যমন্ত্রীর এদিনের ফেসবুক পোস্টে বেসরকারি কর্মীদের জন্য যে বার্তা উঠে এল, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেসরকারি সংস্থাগুলোর দায়িত্ব সরকারের হাতে না থাকলেও, সেই সংস্থার কর্মীদের সুরক্ষার কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে আবেদন করলেন যে, তাদের যাতে বাড়িতে থেকেই কাজ করানো হয়।

পাশাপাশি অফিসে ঢোকার ক্ষেত্রে যাতে তাদের সময়সীমার জন্য ছাড় দেয় সেই বেসরকারি সংস্থাগুলো, তার জন্য ফেসবুক পোস্টের মাধ্যমে সেই কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেন বাংলার প্রশাসনিক প্রধান। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহানুভবতাকেই সামনে নিয়ে আসল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন রাজ্যের প্রশাসনিক প্রধানের এই আবেদন কতটা যথার্থভাবে পালন করে বেসরকারি সংস্থাগুলো, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!