এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি কর্মীদের জন্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা সরকার

সরকারি কর্মীদের জন্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা সরকার


নবান্নে পূর্ত দফতরের এক অনুষ্ঠানে এদিন পূর্তসচিব স্পষ্ট জানালেন যে আসি যাই মাইনে পাই! এই নীতি আর চলবে না। কাজ করতে হবে, পাশাপাশি সঠিক সময়ে আসতে হবে,সঠিক সময়ে কাজ শেষ করতে হবে,কর্মদিবস নষ্ট করলে হবে না। এদিন পূর্তসচিব জানান যে, আগে কাজ না করলেও পেনশন কিংবা বেতন পেতে অসুবিধা হতো না। কিন্তু এখন সময় বদলাচ্ছে তাই চার পাবে না সরকারি কর্মীরা। তিনি আরো জানান যে দফতরে যে কর্মীরা আছেন তাদের মধ্যে ৭০% কাজ করেন বাকি ৩০% কাজ করেন না। তারা বদলান নিজেদের এইভাবে চলবেনা। মুখ্যমন্ত্রী সমস্ত দফতরের জন্যই এই নীতি চাইছেন বলেও জানিয়ে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!