এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির কাজ শুরু, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির কাজ শুরু, অভিযোগ বিজেপির বিরুদ্ধে


শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যখন সরকারি জমি জবরদখল এবং আইনকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ তুলে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে বিজেপিকে, ঠিক তখনই এবার সেই বিজেপির বিরুদ্ধে সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল। বস্তুত, এখনও লোকসভা নির্বাচন শেষ হয়নি। রাত পোহালেই সপ্তম তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগেই এবার কোচবিহারে বিজেপির বিরুদ্ধে সরকারি জমি দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল।

জানা গেছে, বেশ কয়েক বছর আগে কোচবিহারের দিনহাটার ডাক বাংলো মোড়ে পুরসভার জমিতে বিজেপির পক্ষ থেকে একটি পার্টি অফিস করা হলে তা পুর প্রতিপক্ষের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়। আর এরপর গত শুক্রবার ফের সেই জায়গাটি দখল করে সেখানে জেলা কার্যালয় তৈরির কাজ শুরু করেছে বিজেপি বলে অভিযোগ। আর যাকে ঘিরে এখন উত্তপ্ত কোচবিহার জেলার রাজনৈতিক মহল। কেন এই ভাবে বেআইনিভাবে তারা কার্যালয় করছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপি জেলা নেতৃত্বর পক্ষ থেকে জানানো হয়েছে, দিনহাটা শহরের ডাকবাংলা মোড়ে তাদের আগে থেকেই কার্যালয়টি ছিল। কিন্তু তৃণমূল পরিচালিত পৌরসভা সেটি ভেঙে দিয়েছে। তাই বাধ্য হয়ে ভোটের কাজ পরিচালনার জন্য শহীদ কর্নার এলাকায় কার্যালয়টি খুলতে হয়েছিল।

এদিকে বিজেপির এই সরকারি জমির ওপর দলীয় কার্যালয় খোলার ব্যাপারে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃনমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ। এদিন তিনি বলেন, “এর আগে যখন সরকারি জমিতে বিজেপি কার্যালয় তৈরি করেছিল তখন পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি ভেঙে ফেলা হয়েছিল। এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সব মিলিয়ে এবার সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!