এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি স্কুলের নিয়ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের ভাবনায় শিক্ষামন্ত্রী

সরকারি স্কুলের নিয়ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের ভাবনায় শিক্ষামন্ত্রী


স্কুলে সরকারি স্কুলের লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্ত আলোচনা ও করতে চলেছেন শিক্ষামন্ত্রী।জানা গেছে মেধার ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু করার পাশাপাশি পাস্ ফেল প্রথা নিয়েই আলোচনা করা হচ্ছে। আজ সোমবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান নামী স্কুলে মাধ্যমিক ভর্তি হওয়ায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ভালো স্কুলের মান পড়ে যাচ্ছে। মেধাবীরা বঞ্চিত হচ্ছেন আর সেই কারণেই লটারি প্রথা তুলে দেয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই পাশ ফেল প্রথা চালু নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত,বর্তমানে লটারির ভিত্তিতে স্কুলে ভর্তি নেওয়া হয় কিন্তু একাধিক নামী স্কুলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পাস ফেল উঠে যাওয়ায় স্কুলের মান পরে যাচ্ছে যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে রাজ্যে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। সেই রিপোর্ট পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন শ্রেণি থেকে পাশ ফের প্রথা কার্যকর করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!