এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকার গঠন নিয়ে টালমাটাল পরিস্থিতি, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিবসেনার

সরকার গঠন নিয়ে টালমাটাল পরিস্থিতি, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিবসেনার


 

বর্তমানে মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে চলছে জোর চাপানউতোর। প্রথম থেকেই এই রাজ্যের ক্ষমতা দখল করতে উদগ্রীব হয়ে পড়েছিল গেরুয়া শিবির। তবে ফলাফলে তাদের ম্যাজিক ফিগার না থাকায় শিবসেনাকে বাগে পেতে চেষ্টা করেছিল তারা। কিন্তু শিবসেনা বিজেপিকে ফিফটি- ফিফটি ফর্মুলা দেওয়ায় তাতে রাজি হয়নি গেরুয়া শিবির।

আর এতেই তৈরি হয় জটিলতা। যার ফলে বিজেপি-শিবসেনা জোট ভাঙতে শুরু করে। এদিকে শিবসেনা বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে সেই বিজেপিকে বিপাকে ফেলতে কংগ্রেস এবং এনসিপি্য সঙ্গে জোট গঠন করে মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু করে। কিন্তু সেই জোট কতটা সম্পন্ন হবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে।

আর এরই মাঝে মহারাষ্ট্রে সরকার গঠন করতে বিজেপি প্রবল চেষ্টা করছে বলে অভিযোগ করল শিবসেনা। সূত্রের খবর, এদিন শিবসেনার পক্ষ থেকে অভিযোগ করা হয়, “মহারাষ্ট্রে সরকার গঠন করতে বিজেপি যেন-তেন প্রকারেণ চেষ্টা করছে। রাষ্ট্রপতি শাসনের নিচে মহারাষ্ট্রে বিধায়ক কেনাবেচার চেষ্টা শুরু করেছে তারা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ কেন শিবসেনার পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হলো তা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে জল্পনা বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, শুক্রবার মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানিয়ে দিয়েছেন যে, “তাদের সঙ্গে 119 জন বিধায়কের সমর্থন রয়েছে‌। ফলে তারাই সরকার গঠন করবে।” আর এরপরই শিবসেনার পক্ষ থেকে এই ধরনের বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

এদিন শিবসেনার মুখপাত্র সামনায় বলা হয়, “105 টি আসন জয়লাভ করে যারা রাজ্যপালকে জানিয়েছিল যে, সরকার গঠন করতে পারবে না। তারা এখন কিভাবে দাবি করে যে, সরকার গঠন করতে পারবে!” এদিকে শিবসেনার পক্ষ থেকে বিজেপিকে এইভাবে তীর্যক মন্তব্য করায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে গেরুয়া শিবির।

এদিন এই প্রসঙ্গে মহারাষ্ট্রের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “এনসিপি কংগ্রেস এবং শিবসেনার জোটে মহারাষ্ট্রে সরকার ছয় মাসের বেশি টিকবে না।” অন্যদিকে নতুন জোট অনেকের কাছেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে পরোক্ষে বিজেপিকে কটাক্ষ করে শিবসেনা।

আর আশ্চর্যজনকভাবে প্রথমদিকে সরকার গঠন করার জন্য ম্যাজিক ফিগার না থাকলেও এদিন মহারাষ্ট্রের বিজেপির সভাপতির মন্তব্যের পরেই শিবসেনার বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!