এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাজের সুবিধার্থে এই সরকারি কর্মীদের দেওয়া হবে বাইক, হবে প্রচুর কর্মসংস্থান? বড় ঘোষণা রাজীবের

কাজের সুবিধার্থে এই সরকারি কর্মীদের দেওয়া হবে বাইক, হবে প্রচুর কর্মসংস্থান? বড় ঘোষণা রাজীবের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্ষমতায় আসার পর থেকেই বৃক্ষরোপণ এবং সবুজ বাঁচানোর অভিযানে জোর দিয়েছে মা-মাটি-মানুষের সরকার। প্রতিবার বনমহোৎসব পালন করে প্রচুর গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি ভয়াবহ দুর্যোগের বহু বৃক্ষ নষ্ট হয়েছে। যার পরবর্তীকালে আরও বেশি করে বৃক্ষরোপনের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গলের এলাকাগুলোতে বৃক্ষ চুরি করার প্রবণতা সামনে উঠে আসছে।

তাই এই পরিস্থিতিতে বৃক্ষ চুরি আটকাতে চমকপ্রদ ঘোষণা করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার বিষ্ণুপুরে বনমহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বনমন্ত্রী। আর সেখানেই কর্মীদের জন্য প্রচুর মোটরবাইক কেনার পাশাপাশি মাসিক 10 হাজার টাকা বেতনে 2000 বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়। এদিন বৃক্ষ চুরি আটকানোর কথা বলে সকলকে সতর্ক করেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “বনের জমি দখলের চেষ্টা হলে বরদাস্ত করা হবে না। বনের জমিতে মাটি ও পাথর চুরির ঘটনা ঘটলে আমাকে খবর দেবেন। আমি ছদ্মবেশে ব্যবস্থা নেব। তবুও বনজ সম্পদ কিছুতেই নষ্ট হতে দেব না। ইতিমধ্যে আমি নিজে ছদ্মবেশ ধরে ওই কাজে সফল হয়েছি।” অর্থাৎ বৃক্ষ নষ্টের ব্যাপারে কোনো রকম অনিয়ম যে রাজ্য সরকার বরদাস্ত করবে না এদিন তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিকে কেউ যদি গাছ গাছ লাগানোর ছবি বনদপ্তরের ওয়েবসাইটে আপলোড করেন, তাহলে তাকে দপ্তরের পক্ষ থেকে “সবুজ যোদ্ধা” সার্টিফিকেট দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে কর্মসংস্থানের ঘোষণা এবং বনদপ্তর কর্মীদের মোটরবাইক দেওয়ার কথা বলে যেমন উৎসাহ প্রদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই যারা বৃক্ষছেদন করছে, তাদেরকেও এদিনের অনুষ্ঠান থেকে কড়া বার্তা দিলেন তিনি। সব মিলিয়ে বনমহোৎসবের অন্তিম লগ্নে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা আশার আলো তৈরি করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!