এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়ায় ধুলিস্যাৎ তৃণমূল, পরবর্তী পরিকল্পনা কি ? জানিয়ে দিলো ঘাসফুল !

গোয়ায় ধুলিস্যাৎ তৃণমূল, পরবর্তী পরিকল্পনা কি ? জানিয়ে দিলো ঘাসফুল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই অভূতপূর্ব ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি। বহু চেষ্টা করেও গোয়াতে ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে আগামী দিনে তৃণমূলের রণনীতি কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে হেরে গেলেও যে তল্পিতল্পা গুটিয়ে নেবে না তৃনমূল, তা স্পষ্ট করে দিল তারা‌।

সূত্রের খবর, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়‌। যেখানে জানানো হয়, “জনতার মতামত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব। গোয়ার মানুষের সেবা করে যাব।”

 

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল নিজেদের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট করে দিল। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে, তারা কোনোমতেই গোয়া থেকে সরে যাবে না। বরঞ্চ বিরোধী শক্তি হিসেবে তারা এখানে নিজেদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাবে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!