এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > শুভেন্দু-গড়ে খুনের মামলায় ১৩ বিজেপি-কর্মীর বিরুদ্ধে অভিযোগ, জল্পনা তুঙ্গে

শুভেন্দু-গড়ে খুনের মামলায় ১৩ বিজেপি-কর্মীর বিরুদ্ধে অভিযোগ, জল্পনা তুঙ্গে

গত  মঙ্গলবার দুপুরে গোয়ালতোড়ের লক্ষ্মণপুরে পানীয় জলের ট্যাপের মুখ ভাঙাকে কেন্দ্র করে অশান্তির জেরে  ভাই দশাননের মারে দাদা তপন পাত্রের মৃত্যু হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ভাই দশাননকে পুলিশ গ্রেফতার করেছে। পরে মৃত তপনবাবুর ছেলের অভিযোগের ভিত্তিতে বুধবার গ্রেপ্তার করা হয় শ্যামাপদ মণ্ডল ও নিত্যানন্দ মণ্ডল নামক জনৈক দুই ব্যাক্তিকে।

এছাড়াও মৃতের পরিবারের পক্ষ থেকে মোট ১৩জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে তারা সকলেই গেরুয়া শিবিরের কর্মী এবং সমর্থক।  এই ঘটনার পরদিনই ধৃত অভিযুক্তদের গড়বেতা আদালতে হাজির করা হয়। বিচারক মৃতের ভাই অভিযুক্ত দশানন পাত্রের তিনদিনের পুলিশ হেফাজত ও বাকি দু’জনের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নিমাই বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি কর্মীরা একত্রিত হয়ে তপনবাবুকে মারধর করে। এটি পারিবারিক ঝামেলা হতে পারে না। আমরা একনিষ্ঠ একজন তৃণমূল কর্মীকে হারিয়েছি।”   অন্যদিকে, এলাকার বিজেপি নেতা রাজীব কুণ্ডু নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ” সম্পূর্ণ পারিবারিক গণ্ডগোলের বিষয়টিতে রাজনৈতিক রং লাগানো হয়েছে। আমাদের কর্মীদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।”

এদিনই ময়নাতদন্ত হওয়ার পর তপনবাবুর দেহ মেদিনীপুর থেকে গড়বেতা-১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী, ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ সহ ব্লক নেতৃবৃন্দ। এঁনারা সকলেই মৃতদেহে মাল্যদান করেন। এরপরে দেহ  লক্ষণপুরে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়। এই ঘটনার জেরে এখনও এলাকা অশান্ত থাকায় পুলিশি টহল জারী রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!