এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!

গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠন বিস্তারের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই গোয়াতে গিয়ে একাধিক দল থেকে আসা নেতাদের নিজের দলের স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে গোয়ায় তাদের সরকার হবে। আর এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হওয়া সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়ে গোয়ায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। যেখানে গোয়ায় আগামী দিনে দূরবীন দিয়েও তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে সিঙ্গুরে অবস্থান-বিক্ষোভ করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “গোয়ায় দূরবীন দিয়েও তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। দুই চারটি পার্টির নেতাকে টাকা দিয়ে দলে নিয়ে জেতা যায় না। আর তার প্রমাণ হলো ত্রিপুরা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাহুল সিনহা এই বক্তব্য থেকে বুঝিয়ে দিতে চাইলেন যে, এইভাবে তৃণমূল অন্য রাজ্যে গিয়ে সংগঠন বিস্তারের চেষ্টা করলেও, তাতে কোনো লাভ নেই। সেদিক থেকে সম্প্রতি ত্রিপুরাতে পৌরসভা নির্বাচনে তৃণমূল কোনো ভালো ফলাফল করতে পারেনি। তাই আগামী দিনেও গোয়াতে তাদের এই পরিণতি হবে বলে বুঝিয়ে দিতে চাইলেন এই হেভিওয়েট বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!