এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়ায় বিজেপিকে সরাতে মমতার তুরুপের তাস কি এই হেভিওয়েট? বাড়ছে জল্পনা!

গোয়ায় বিজেপিকে সরাতে মমতার তুরুপের তাস কি এই হেভিওয়েট? বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 সালে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করার পর থেকেই অন্য রাজ্য সংগঠন করার কাজে মনোযোগী হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরা থেকে শুরু করে গোয়া, বিভিন্ন রাজ্যে একের পর এক নেতাদের নিজেদের দিকে নিয়ে আসা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ করার উদ্যোগ নিয়েছে ঘাসফুল শিবির।

কিছুদিন আগেই গোয়াতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিশিষ্ট টেনিস তারকা লিয়েন্ডার পেজ। স্বাভাবিক ভাবেই বর্তমান পরিস্থিতিতে গোয়াতে কার্যত কিছুই না থাকা তৃনমূল কংগ্রেস এবার কি এই হেভিওয়েটের হাত ধরেই শক্তি বৃদ্ধি করতে শুরু করবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। আর তার মাঝেই এবার নির্বাচনে লড়ার ব্যাপারে মন্তব্য করে সেই জল্পনা উস্কে দিলেন লিয়েন্ডার পেজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে একটি মন্তব্য করেছেন বিশিষ্ট এই টেনিস তারকা। যেখানে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়েছেন তিনি। এদিন এই প্রসঙ্গে লিয়েন্ডার পেজ বলেন, “এখন দেশে ধর্ম, গায়ের রং এবং জাতির নামে ভাগাভাগি করতে রাজনীতিকে হাতিয়ার বানানো হচ্ছে। আমাকে অনেকবার এই একই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমি দলের জন্য নিবেদিতপ্রাণ। আমরা একসঙ্গে বসে আলোচনা করে একসঙ্গে সিদ্ধান্ত নিই। যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন, নিশ্চয়ই সকলে তা জানতে পারবেন। গোয়ার মানুষকে সেবা করার সুযোগ পেতে আমি যথেষ্ট আগ্রহী।”

স্বভাবতই বিশিষ্ট এই টেনিস তারকা তৃণমূল কংগ্রেসের কিছুদিন আগেই যোগদান করেছেন। আর এবার তিনি যে প্রার্থী হতে চান, সেই ব্যাপারে প্রকাশ্যে ইচ্ছা প্রকাশ করে ফেললেন এই হেভিওয়েট। যার জেরে মনে করা হচ্ছে যে, আগামী দিনে গোয়াতে নিজেদের শক্তি বৃদ্ধি করতে লিয়েন্ডার পেজকে কাজে লাগাতে পারে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!