এখন পড়ছেন
হোম > খেলা > IPL শুরুর আগেই বড়সড় সুখবর KKR ভক্তদের জন্য! সব ধোঁয়াশা কাটিয়ে প্রথম থেকেই খেলবেন ২ মহাতারকা

IPL শুরুর আগেই বড়সড় সুখবর KKR ভক্তদের জন্য! সব ধোঁয়াশা কাটিয়ে প্রথম থেকেই খেলবেন ২ মহাতারকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে এবারের আইপিএল আদৌ অনুষ্ঠিত হবে কি না সেই নিয়ে চিন্তা ছিলো ক্রিকেট প্রেমীদের মধ্যে। এই অতিমারীর প্রকোপে বিশ্বের আরও অনেক খেলার সঙ্গেই থমকে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাও। তার উপরে ভারতে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ – তাতে এবছর আইপিএল শুরু হওয়া নিয়ে কোনো আশার আলোই দেখা যাচ্ছিল না। এমনকি, এক সময় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও – এবারের আইপিএলকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন।

তবে সেই চিন্তায় শান্তির জল ছেটাতে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে – তবে ভারতের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, এবারে তা হবে আমিরশাহিতে। যাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দর্শকরা। তবে এমন পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা যাতে ঠিক থাকে তাই এর সঙ্গে দেওয়াও হয়েছিল সম্ভাব্য সুরক্ষা তালিকা। যা মানলে তবেই খেলতে পারবেন খেলোয়াড়রা। আর এইসবের মাঝেই জল্পনা বাড়ছিল নাইট শিবিরকে নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারের করোনা আবহে প্রথম দিকে সব বিদেশিকে কেকেআর সব বিদেশিকে পাবে কিনা সেই নিয়ে শুরু হয়েছিল জল্পনা! বিশেষ করে জল্পনা বাড়ছিল দুই ক্যারিবিয়ান মহাতারকাকে নিয়ে। প্রসঙ্গত, আন্দ্রে রাসেল আর সুনীল নারাইন কেকেআর ভক্তদের হৃদয় জুড়ে রয়েছেন গত বেশ কয়েকটা মরশুম ধরেই। তাই তারা না থাকলে যে খেলার উত্তেজনায় ভাটা পড়বে তা মেনে নিচ্ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হয় মহারথীকেই সিজনের শুরু থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন – সকলেই যোগ দিচ্ছেন নাইট শিবিরে। যদিও পূর্ব পরিকল্পনা মত এঁরা ভারতে এসে আমিরশাহী না গিয়ে, সেখানেই সরাসরি উড়ে যাবেন। ফলে, সবমিলিয়ে করোনা আবহে আইপিএল হলেও সব বারুদ-মশলা নিয়েই সিজনের প্রথম থেকে নামতে চলেছে শাহরুখ-জুহির দল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!