এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে সামনে বড়সড় সুখবর! একসঙ্গে চার-চারটি ভ্যাক্সিনের পরীক্ষা সফল! কোথায়, কিভাবে জানুন

করোনা আবহে সামনে বড়সড় সুখবর! একসঙ্গে চার-চারটি ভ্যাক্সিনের পরীক্ষা সফল! কোথায়, কিভাবে জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস নিবারক ভ্যাকসিন হাতে পাবার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে সমগ্র পৃথিবীবাসী। কারণ, প্রচলিত মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, সাবান, স্যানিটাইজার থেকে শুরু করে সামাজিক দূরত্ব, লকডাউন কোন কিছুতেই নিস্তার পাওয়া যাচ্ছে না করোনা ভাইরাসের ছোবল থেকে। এই আবহে বিশ্ব স্বাস্থ সংস্থা বা WHO এর তরফ থেকে শোনা গেল একটা দারুন সুখবর।

বিশ্ব স্বাস্থ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের টিকা হিসেবে প্রায় ২৫ টি ভ্যাকসিন নিয়ে গবেষণার কাজ চলছে। যার মধ্যে দুটি ভ্যাকসিন ভারতের তৈরী। আর পরীক্ষাকৃত এই ২৫ টি ভ্যাকসিনের মধ্যে ৪ টি ভ্যাকসিন বাঁদরের দেহে পরীক্ষায় সফল হয়েছে। তাই আশা করা যাচ্ছে, করোনা ভাইরাসের সঠিক প্রতিষেধক বাজারে আস্তে আর বেশিদিন অপেক্ষা করার দরকার হবে না।

বাঁদরের দেহে সফলভাবে প্রয়োগ করা ৪ টি ভ্যাকসিনের মধ্যে একটি হলো AZD1222 ভ্যাকসিন। এই AZD1222 ভ্যাকসিন প্রস্তুত করেছে ব্রিটেনের অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একসঙ্গে যুথবদ্ধ হয়ে। এই ভ্যাকসিনটির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পর এর তৃতীয় পর্যায়ে এটিকে মানবদেহের উপরে পরীক্ষা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাঁদরের দেহে সফলভাবে প্রয়োগ করা সম্ভব এরূপ আরেকটি ভ্যাকসিন হলো মোদারনা ইনক বা mrna1273 ভ্যাকসিন।এটির প্রস্তুতকারক দেশ হলো আমেরিকা। বাঁদরের দেহে আশাব্যঞ্জক সাফল্যের পর মানবদেহে এর পরীক্ষা নিরীক্ষা চলছে।
আবার, নেদারল্যান্ডসেও করোনার ভ্যাকসিন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা অনেকদূর এগিয়ে গেছে। এই দেশের তৈরী ভ্যাকসিন বাঁদরের শরীরে সফলভাবে প্রয়োগ করা গেছে।

মোট ৬ টি বাঁদরের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, আর তার মধ্যে ৫ টি বাঁদর ই সুস্থ হয়ে গেছে। পর্যবেক্ষন করে দেখা গেছে, এই ভ্যাকসিনটি বাঁদরের শরীরে অ্যান্টিবডি প্রস্তুত করতে পারছে। যে অ্যান্টিবডি করোনা ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করছে। অন্যদিকে, রাশিয়াতেও জোর কদমে চলছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা -নিরীক্ষা। আগামী ১০ ই আগস্টের মধ্যে রাশিয়া করোনা ভ্যাকসিন প্রথম পৃথিবীর সামনে আনার লক্ষমাত্রা রেখেছে।

এই ভ্যাকসিনটির প্রয়োগ সফল হলে তা আগামী তিন-চার মাসের মধ্যেই বিশ্বের বাজারে পৌঁছে যাবে। করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় চীনও বসে নেই। সংবাদসূত্রে জানা গেছে, চীনের উহান ইনস্টিটিউট অফ বায়োলজিকাল প্রোডাক্ট ও চীনের বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিকাল প্রোডাক্ট থেকে প্রায় ২০০০ জনের শরীরে করোনার ভ্যাকসিনের পরীক্ষা করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!