এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “গ্রেপ্তার তো হবেন ওই কেসে” অভিষেককে চরম বিড়ম্বনায় ফেললেন সুকান্ত!

 “গ্রেপ্তার তো হবেন ওই কেসে” অভিষেককে চরম বিড়ম্বনায় ফেললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেছিলেন, তাকে জেরা করে সময় নষ্ট করা হয়েছে। তবে এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা এবং তার ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সুকান্তবাবু জানিয়ে দিলেন, যে মামলাটি সুপ্রিম কোর্টে বারবার পেছানোর জন্য আবেদন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যে বিষয়ে ওনাকে ডাকা হয়েছিল, ওটাতে উনি গ্রেপ্তার হবেন না। কিন্তু উনি গ্রেফতার হবেন ওই কেসটাতে, যেটা সুপ্রিম কোর্টে বারবার উনি পেছানোর জন্য আবেদন করছেন। রক্ষাকবচের আবেদন করছেন। উনি আদালতে যেতেই পারেন। কিন্তু যদি হিম্মত থাকে, তাহলে আইনজীবী দিয়ে লড়াই না করে জেরার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। এক মুখে বলবেন, দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে ফাঁসিকাঠে ঝুলবো, আবার আদালতে গিয়ে লড়াই করবেন, দুটো একসাথে হতে পারে না।” স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিরোধীদের দাবি, একেবারে তো ভুল কথা বলেননি সুকান্ত মজুমদার। যদি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নাই হবেন, তাহলে কেন বারবার তদন্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন! কেন আদালতের দ্বারস্থ হয়ে সেই মামলা পেছনের চেষ্টা বা রক্ষাকবচ পাওয়ার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! একাংশের প্রশ্ন, সিবিআই তদন্তের মুখোমুখি হতে তার ভয় কিসের! তাহলে কি সুকান্তবাবুর বক্তব্য সত্যি! এই মামলার কারণে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে তদন্তকারী সংস্থা? আর সেই কারণেই কি তিনি বারবার আদালতের শরণাপন্ন হয়ে রক্ষাকবচ পাওয়ার চেষ্টা করছেন! ইতিমধ্যেই এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!