এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রেপ্তার হতেই ‘অসুস্থ’ তৃণমূল নেতারা! মেডিক্যাল কারণে জামিন আটকাতে সুপ্রিম কোর্টে CBI?

গ্রেপ্তার হতেই ‘অসুস্থ’ তৃণমূল নেতারা! মেডিক্যাল কারণে জামিন আটকাতে সুপ্রিম কোর্টে CBI?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাতের নারদ কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের ৪ হেভিওয়েট মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়ের জামিনের ওপরে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। তাঁদের প্রেসিডেন্সি জেলে আগামীকাল পর্যন্ত রাখার নির্দেশ দেয়া হয়। এর পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও পরবর্তীতে সুব্রত মুখোপাধ্যায়। তাঁদেরকে আনা হয়েছে হাসপাতলে। জানা গেছে, ফিরহাদ হাকিমেরও জ্বর এসেছে আজ সকালে। তাঁকেও হাসপাতালে ভর্তির কথা শোনা যাচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার নারদ কাণ্ডে অভিযুক্ত এই চার হেভিওয়েট নিজেদের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন জানাতে পারেন, এমন একটা সম্ভাবনা রয়েছে । এই পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণে তাঁরা যেন জামিন না পান, তা নিশ্চিত করতেই বিশেষ পদক্ষেপ নিল সিবিআই। এ কারণে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। জামিন পেতে সুপ্রিম কোর্টে যাতে তাঁরা যাতে একতরফা ভাবে শুনানি না করাতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।

এদিকে আজ ভোরবেলায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। জ্বর থাকার কারণে জেল হাসপাতালে আনা হয়েছিল ফিরহাদ হাকিমকে। জানা গেছে, এখন তিনি সুস্থ আছেন। এ কারণে আপাতত রয়েছেন তিনি প্রেসিডেন্সি জেলে। আজ সকালে তাঁর সঙ্গে দেখা করেছেন তাঁর কন্যা সাবা হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!