এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গ্রেপ্তারের ভয়ে দুর্নীতির কথা মনে পড়ল” ! শুভেন্দুকে পাল্টা জবাব তৃণমূল হেভিওয়েটর !

“গ্রেপ্তারের ভয়ে দুর্নীতির কথা মনে পড়ল” ! শুভেন্দুকে পাল্টা জবাব তৃণমূল হেভিওয়েটর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৩ ই সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাকে পূর্ব প্রস্তুতির একটি সভা থেকে শাসকদলের নেতা-নেত্রীদের দুর্নীতি তথ্য তুলে ধরবেন বলে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি জানিয়েছিলেন নবান্ন অভিযানের পরের দিন অর্থাৎ তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে নিমতৌড়িতে যে দিন উনি প্রশাসনিক মিটিং করবেন, ওই তিনি কলকাতায় একটি সাংবাদিক সম্মেলন করে দুর্নীতির তথ্য ও পরিসংখ্যান তুলে ধরবেন তিনি ।

যদিও এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে জানান ”দুর্নীতির কথা বলতে হলে ওঁকে শুরু করতে হবে নিজের পরিবার থেকে। পরিবারের ক’জন কোথায় সরকার বা প্রশাসনের পদে ছিলেন, সে সব বলতে হবে। সারদা, নারদে গ্রেফতারের ভয়ে শুভেন্দুর দুর্নীতির কথা মনে পড়ল ২০২০ সালের ডিসেম্বর মাসে এসে!”

স্বভাবতই এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুর্নীতির প্রসঙ্গে কথা বলতেই পাল্টা  জবাব দিয়ে  শুভেন্দু অধিকারীর দিকেই অভিযোগের আঙ্গুল তুললেন রাজ্যের শাসকদলের মুখপাত্র কুুণাল ঘোষ। তবে ঘাসফুল ও পদ্মফুল এই দুই শিবিরে দুই হেভিওয়েট নেতাদের চাপানউতোরে কার্যত রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!