এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রেপ্তার হেভিওয়েট মন্ত্রী, বড় পদক্ষেপ নিলেন মমতা! জেনে নিন!

গ্রেপ্তার হেভিওয়েট মন্ত্রী, বড় পদক্ষেপ নিলেন মমতা! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিকে দিকে ভোট আসলেই প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হয় বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো। মাঝেমধ্যেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে এক এনসিপি মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেই শরদ পাওয়ারের সঙ্গে ফোনে কথা বলে নতুন সমীকরণের জল্পনা বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করতে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেই শরদ পাওয়ার পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করতে চাইলেন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, বুধবার বিকেলে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে গ্রেপ্তার করা হয়। আর তারপরেই শরদ পাওয়ারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষন দুজনের মধ্যে কথা হয় বলে খবর। একাংশ কার্যত নিশ্চিত যে, বিজেপির বিরুদ্ধে আগামী দিনে কিভাবে লড়াই হবে, সেই বিষয়টি নিয়েও হয়ত বা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

পাশাপাশি বিজেপি যে রাজনৈতিক প্রতিহিংসার শুরু করেছে, সেই বিষয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সেদিক থেকে গোটা বিষয়টির রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীরে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!