এখন পড়ছেন
হোম > অন্যান্য > গৃহে অন্নের অভাব চিরতরে দূর করতে চান? ভক্তিভরে মা অন্নপূর্ণার পূজা করলেই মিলতে পারে সুফল

গৃহে অন্নের অভাব চিরতরে দূর করতে চান? ভক্তিভরে মা অন্নপূর্ণার পূজা করলেই মিলতে পারে সুফল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ‘অন্ন’ শব্দের অর্থ হলো খাদ্যশস্য বা ভাত আর ‘ পূর্ণ ‘ শব্দের অর্থ হলো ভর্তি বা যা সম্পূর্ণ করে। তাই ‘ অন্নপূর্ণা ‘ বলতে সাধারণত এমন এক দেবীর কথা বলা হয় যিনি অন্নের দেবী, খাদ্যের দেবী। কথায় বলে, অন্নপূর্ণার ভাঁড়ার সবসময় পূর্ণ থাকে।

দেবী লক্ষ্মীকে ধনের দেবী বলা হলেও তাঁর মা দুর্গার আরেক রূপ হিসেবে এই দেবী পূজিত হন। মার্কণ্ডেয় পুরাণে ও অন্যান্য অনেক প্রাচীন গ্রন্থে দেবীর উপাখ্যান বর্ণিত হয়েছে। লৌকিক মতানুসারে, কাশীতে এই দেবীর আগমন ও পূজিত হওয়ার কাহিনী বহু প্রচলিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলায় নাদিয়ার জমিদার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে অন্নপূর্ণা দেবীর পূজা শুরু হয়। এছাড়া ‘ অন্নদামঙ্গল ‘ কাব্য বাংলায় সুপ্রসিদ্ধ। গৌরীর অন্ন যোগানের তাগিদে ভিক্ষা করতে বেরিয়ে মহাদেব ভিক্ষা না পেয়ে হতাশ হন। এমন সময় দেবী লক্ষ্মীর পরামর্শে কাশীতে এসে অন্নপূর্ণার হতে ভোজন করেন। দেবীর মহাদেবকে ভোজন করানোর কাহিনি এভাবেই মানুষের মনে রয়ে গেছে।

চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে পূজিত হওয়া অন্নপূর্ণা দানের দেবী। তিনি শেখান ত্যাগ ও ভক্তিভরে উদার চিত্তে দানের শিক্ষা। আসলে সমাজে যার আছে সে যেনো অন্য দুঃখী অভাবী মানুষকে ফেলে না দেন, তার সেবা করেন, সেই শিক্ষাই পাওয়া যায়।

তাই বিভিন্ন পরিবারে অন্নপূর্ণার পূজা করে শুধু অন্নের সংস্থান নয়, দীন দুঃখীদের সাহায্যের ক্ষমতাও চেয়ে নেওয়ার রীতি আছে। আপনার সংসারে জীবনে এই দেবীর পূজা করে আপনিও অর্থনৈতিক সুভাগ্য ফিরে পেতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!