এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গৃহবন্দি ফিরহাদের ওপর ভরসা কমছে মমতার? নবান্নের পদক্ষেপে বাড়ছে জল্পনা!

গৃহবন্দি ফিরহাদের ওপর ভরসা কমছে মমতার? নবান্নের পদক্ষেপে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম নারদা কাণ্ডে গ্রেফতার হতে না হতেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া থেকে শুরু করে একের পর এক দুর্যোগ এবং করোনা মহামারীতে ফিরহাদ হাকিম কাজ করলেও তাকে এভাবে গ্রেপ্তার করে নেওয়ায় তিনি যে যথেষ্ট অসুবিধার মুখে পড়ে গেলেন, তা বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ ফিরহাদ হাকিম যে তার অত্যন্ত আস্থাভাজন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ এবং মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল।

আর এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ অনুযায়ী কিছুটা হলেও স্বস্তিতে সেই ফিরহাদ হাকিম। নারদকান্ডে আপাতত হাউস অ্যারেস্টে রয়েছেন তিনি। অর্থাৎ তাকে গৃহবন্দি থেকেই সমস্ত কাজকর্ম পরিচালনা করতে হবে। ইতিমধ্যেই নিজের বাড়িতে ফিরে এসেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী এবং কলকাতা পৌরসভার প্রশাসক। ভার্চুয়ালি সমস্ত দিক সামাল দিতে হচ্ছে তাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আর এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম বাড়িতে ফিরেই রীতিমত নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। একের পর এক বৈঠক করছেন। কিন্তু সেদিক থেকে তিনি বৈঠক করলেও তার ওপর কি ভরসা নেই রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের? নবান্নের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এখনই জল্পনাই তৈরি হতে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে।

সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পৌরসভার কাজকর্মে নজরদারির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং নগরোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের এই উদ্যোগ কি ফিরহাদ হাকিমের ওপর ভরসা না থাকার কারণেই! এখন সেই প্রশ্ন নানা মহলে উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, এইরকম প্রশ্ন ওঠা সত্যিই বৃথা। বর্তমানে বাড়িতে থেকেই ভার্চুয়ালি সমস্ত দিক সামাল দিচ্ছেন ফিরহাদ হাকিম। সেদিক থেকে ফিল্ডে নেমে তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। কারণ আইনি জটিলতা এবং বাধা রয়েছে।

তাই পৌরসভা যাতে সমস্ত রকম দুর্যোগ সামাল দিতে পারে, তার জন্য ফিরহাদ হাকিমের বাড়িতে থাকা অবস্থায় সমস্ত দিক সামাল দেওয়ার জন্যই এই রকম কমিটি গঠন করা হল বলে দাবি করছেন একাংশ। তবে অনেকে আবার এর পেছনে রহস্যের গন্ধ পেতে শুরু করেছেন। একাংশ বলছেন, ফিরহাদ হাকিম গৃহবন্দি থাকলেও এখনও পর্যন্ত তিনি কিন্তু কোর্টের নজর এড়িয়ে যেতে পারবেন না।

অর্থাৎ সংশোধনাগার থেকে মুক্তি পেলেও গৃহবন্দী থেকে কার্যত গ্রেপ্তাররত অবস্থায় থাকতে হয়েছে তাকে। তাই এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমকে নিয়ে যখন তখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই তার ওপর সব কিছু ছেড়ে না দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করে পরিস্থিতি সামলানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে ফিরহাদ হাকিমকে গৃহবন্দি থাকা অবস্থায় অতটা ভরসা করতে পারছেন না, তা এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল বলেই দাবি করছে বিশেষজ্ঞদের একাংশ।

তবে গ্রেপ্তার হওয়ার পর যে ফিরহাদ হাকিমের গুরুত্ব অপরিসীম বলে বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গৃহবন্দি হয়ে ভার্চুয়ালি সমস্ত বৈঠক এবং দেখভাল করার পরেও কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই নজরদারি কমিটি! তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে কি ফিরহাদ হাকিমের ওপর আগের মত আর ভরসা নেই তৃণমূল নেত্রীর! জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!