এখন পড়ছেন
হোম > অন্যান্য > গৃহ দেবতার নিত্যপূজা করেও পাচ্ছেন না সুফল? উল্টে হয়ে যাচ্ছে ক্ষতি? এই নিয়ম গুলো মানছেন তো?

গৃহ দেবতার নিত্যপূজা করেও পাচ্ছেন না সুফল? উল্টে হয়ে যাচ্ছে ক্ষতি? এই নিয়ম গুলো মানছেন তো?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সংস্কৃত ‘ দেব ‘ শব্দ বলতে ঐশ্বরীক বা অসাধারণ স্বর্গীয় কোনো পবিত্র সত্তাকে বোঝায়। সাধারণত পুরুষবাচক এই শব্দের বিপরীতে যেভাবে আমরা ‘দেবী ‘ শব্দটি জেনে থাকি। প্রাচীন ভারতীয় সাহিত্যে বৈদিক সাহিত্যকে অনুসরণ করে দেবতা বা দেব বলতে যা কিছু ভালো তাকেই বোঝানো হয়েছে। তবে ভারতীয় সাহিত্যের মত ইন্দো ইরানিয়, ইন্দো ইউরোপীয় সাহিত্যেও বিভিন্ন রূপে দেখা গেছে এই পরম পুরুষকে। কোথাও তাকে দ্যুতিময়, কোথাও স্বর্গীয়, আবার কোথাও আকাশ পিতা বলে কল্পনা করা হয়েছে।

 

তবে মতভেদ থাকলেও তার অস্তিত্ব যে আছে তা নিয়ে সন্দেহ ছিলো না কোনোকালেই। ঋগ্বেদের ১.১৩৯.১১ নম্বর মন্ত্র অনুযায়ী পৃথিবী স্থানীয় ১১ জন দেবতার কথা বলা হয়েছে। পরবর্তীকালে হিন্দু দেবতাদের নানা প্রতীকের সাহায্যে চেনানো হয়ে থাকে। এরই সঙ্গে তাদের অবস্থান সম্পর্কেও থাকে নানা প্রবাদ।

মূর্তিপূজা ও প্রকৃতি উপাসক হিসেবে আমরা দুভাবেই ঈশ্বরকে স্মরণ করে থাকি। তবে গৃহের কোথায় রাখলে পাবেন সুফল, কিভাবেই বা করতে হবে নিত্যপুজো? জেনে নিন।

* আমাদের দশদিকে রয়েছে দশ জন অধিপতি। প্রথমেই আপনার বাড়ির কোনদিকে কি আছে সেটা জেনে নিতে হবে।

 

* উত্তর দিকের দেবতা হলেন কুবের। তাই এই দিকে মুখ করে পুজো করতে বসার রীতি চলে আসছে। আপনার বাড়ির এই দিকে রাখতে পারেন ঠাকুরঘর কিম্বা বাগান।

* দক্ষিণ দিকের অধিপতি হলেন ধর্মরাজ। তাই এই দিকে আপনার বাড়ির আলমারি বা টাকাপয়সা সংক্রান্ত জিনিস রাখতে পারেন।

* পূর্বদিকের দেবতা হলেন সূর্য। তাই এই দিকে ও মুখ করে পুজো করতে বসার বা ঠাকুর স্থাপন করার রীতি আছে

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

* পশ্চিম দিকে রয়েছেন বিষ্ণু। তাই এই দিকটিও বাড়ির শুভ দিক হিসেবেই চিহ্নিত হয়।

* দক্ষিণপূর্ব কোণে অবস্থান করেন অগ্নি, তাই এটিকে অগ্নিকোন বলা হয়। বাড়ির এদিকে তাই রান্নাঘর হলে ভালো হয়।

* উত্তর পূর্ব কোনটিকে বলা হয় ঈশান কোণ। এই স্থানে ঠাকুরঘর কিম্বা রান্নাঘর শুভ। তবে অন্যকিছু নির্মাণের আগে সাবধানে কাজ করা প্রয়োজন।

 

* দক্ষিণ পশ্চিম কোণে এর নাম নৈরিৎ। স্বাস্থ্য ও সমৃদ্ধির পরিচায়ক হিসেবে জানা যায় একে

* উত্তর পশ্চিম কোণে রয়েছেন বায়ু, তাই এটিকে বায়ুকোন বলা হয়। এটি অস্থির দিক হিসবেই পরিচিত।

এছাড়া রয়েছে ঊর্ধ্ব ও অধো।তাই গৃহে শুধু গৃহ দেবতা স্থাপন করলেই হবে না, আপনি ঠিক দিকে তা রেখেছেন কিনা সেটাও দেখাটা জরুরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!