এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি খরচে ভিন্নধর্মের গণবিবাহ করে তাক লাগিয়ে দিল বিজেপি শাসিত রাজ্য

সরকারি খরচে ভিন্নধর্মের গণবিবাহ করে তাক লাগিয়ে দিল বিজেপি শাসিত রাজ্য

এবার গনবিবাহের জেরে খবরের শিরোনামে জায়গা করে নিল যোগীজির রাজ্য। ৪২ যুগলের বিয়ের সমস্ত খরচ ওঠালো রাজ্যসরকার। এঁদের মধ্যে চার জন যুগল আবার মুসলিম। ঘটনাটি ঘটেছে উওরপ্রদেশের আলিগড় জেলায়। গনবিবাহে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী সুরেশ রানা। এদিন তিনি বিয়ের পর সব দম্পতিদের আশীর্বাদও দিয়েছিলেন। একই যায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় একটি সামাজিক মেলবন্ধনের নজির রাখা গেছে দেশের সামনে,এমনটাই জানালেন সুরেশজি।
জানা গেছে, সমস্ত রীতিনীতি মেনেই গনবিবাহের কাজটি মেটানো হয়েছে। বিভিন্ন ধর্মের পাত্রপাত্রী উপস্থিত ছিলেন বলেই ডাকা হয়েছিলো সব ধর্মের ধর্মগুরুদের । হাজির ছিলেন সংশ্লিষ্ট পাত্রপাত্রীদের আত্মীয় স্বজনেরাও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নতুন সংসার শুরু করতে যাচ্ছেন নব দম্পতিরা। তাই রাজ্যসরকারের তরফ থেকে তাঁদের নানান ধরনের সাংসারিক প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। সেই উপকরণ পেয়ে খুশির জোয়ারে ভাসলো নববধূ প্রিয়াঙ্কা। মুখ্যমুন্ত্রী যোগীজিকে আন্তরিক ধন্যবাদও জানালেন তিনি। একই ভাবে যোগীজিকে কৃতজ্ঞতা জানালেন পাত্র সেলিমও। তবে শুধু যোগীজিকে নয়,মোদীসরকারের প্রশংসাও পঞ্চমুখ তিনি। জানালেন, যোগীজির গনবিবাহের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সব মানুষের উন্নতির জন্য সমানে কাজ করে চলেছেন মোদীজিও। সেই কারণেই নাকি তিনি তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,যোগীজির প্রচলিত গণবিবাহ প্রকল্প বেশ জনপ্রিয় হচ্ছে গোটা ভারতবর্ষেই। দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বিজাপুর এলাকায় হিন্দু এবং খ্রিস্টান ধর্মের ২৪৫ জন যুগলের বিবাহ করিয়েছিলো ওই রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতর। দেশের দরিদ্র সীমার নীচে থাকা মানুষগুলোকে বিবাহ করতে সরকারের এই যে সাহায্য করার মানসিকতা তাতেই যথেষ্ট বাহবা কুড়াচ্ছেন যোগীজি সহ কেন্দ্রীয় পদ্মকতৃত্বরা। এর ফলে লোকসভা ভোটের আগে দেশের আমজনতার মনে বিশেষ জায়গা করতে সক্ষম হবে বিজেপিশিবির যা তাঁদের জয়ের রথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই অনুমান করছে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ।অবশ্য বিরোধীদের অভিযোগ সামনের লোকসভা ভোটকে মাথায় রেখে এই কাজ করছে যোগী সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!