জিএসটি ভুয়ো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নিয়ে নতুন বিড়ম্বনায় শোভন চ্যাটার্জি বিশেষ খবর রাজ্য April 12, 2018 বিড়ম্বনা আর যেন কাটছে না রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জির। তাঁর নামে নাকি ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, ফলে গুরুতর সমস্যার সম্মুখীন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেয়র লালবাজারে যুগ্ম পুলিস কমিশনার (ক্রাইম) প্রবীণ কুমার ত্রিপাথির দ্বারস্থ হয়েছেন বলে সূত্রের খবর। শোভনবাবুর অভিযোগ, ভুয়ো ই-মেল আইডি খুলে সেখান থেকেই তাঁর নামে এই জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে শোভনবাবুর অভিযোগের পরিপ্রেক্ষিতে লালবাজার কর্তৃপক্ষের তরফে মহানাগরিককে অস্বস্তি করা হয়েছে এই নিয়ে যথাযথ তদন্ত করে অপরাধীকে খুঁজে বের করা হবে। পুলিশ মেয়রের অভিজ্ঞ নিয়ে তদন্ত শুরু করলেও, এই প্রসঙ্গে এখনো কাউকে চিহ্নিত করা যায় নি। প্রসঙ্গত, এর আগে পারিবারিক অশান্তিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মহানাগরিক। আপনার মতামত জানান -