এখন পড়ছেন
হোম > জাতীয় > GST নিয়ে কেন্দ্রের ‘পরামর্শ’ মেনে নিল ১৩ রাজ্য! বাংলা-সহ বিরোধীরা এবার প্রবল চাপের মুখে?

GST নিয়ে কেন্দ্রের ‘পরামর্শ’ মেনে নিল ১৩ রাজ্য! বাংলা-সহ বিরোধীরা এবার প্রবল চাপের মুখে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর দেশজুড়ে করোনা সংক্রমনের ফলে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের জিএসটি আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।ফলত রাজ্যগুলিকে জিএসটির ক্ষতিপূরণ দানে অপারগ হয়ে পড়েছে কেন্দ্র। এ কারণেই গত মাসের শেষ দিকে জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছিলেন যে, করোনা সংক্রমনের কারণে কেন্দ্রীর জিএসটি আদায়ের পরিমান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমতাবস্থায় রাজ্যগুলিকে ধার করে জিএসটির ঘাটতি পূরণ করতে নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রবল আপত্তি জানায় বেশকিছু বিরোধী দল শাসিত রাজ্য। যার মধ্যমনি পশ্চিমবঙ্গ। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন জিএসটি কাউন্সিলের অন্যতম পরামর্শদাতা তথা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

অর্থমন্ত্রী অমিত মিত্র যুক্তি দিয়েছিলেন যে, কেন্দ্রের এই প্রস্তাব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। এ প্রসঙ্গে তিনি যুক্তি দেখিয়েছেন যে, দেশজুড়ে অভিন্য পণ্য ও পরিষেবা কর চালু করার সময়, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে, এর ফলে প্রথম পাঁচ বছর রাজ্যগুলির যে ঘাটতি হবে সেই ঘাটতি কেন্দ্র পূরণ করবে। কিন্তু তা না করে রাজ্যগুলিকে ধার করার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে তাতে তাঁর প্রবল আপত্তি। তাঁর পরামর্শ, প্রয়োজন হলে কেন্দ্র এই ঋণ করে ঘাটতি মেটাক রাজ্যের। এই ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের ব্যাপক মতভেদ শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু বিরোধী শাসিত রাজ্য যখন একজোট হয়ে সম্মিলিত প্রতিবাদের পরিকল্পনা করছিল, সেই সময়ই ঘাটতি মেটাতে কেন্দ্রকৃত ঋণ গ্রহণের প্রস্তাবে সম্মতি জানিয়ে দিলো দেশের মোট ১৩ টি রাজ্য। আর এই ১৩ টি রাজ্যের মধ্যে ১১ টিই বিজেপি বা এনডিএ পরিচালিত নয়। এই রাজ্যগুলির মধ্যে আছে ওড়িশা রাজ্য। গোয়া, মিজোরাম, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যও কেন্দ্রর প্রস্তাবে রাজি, তবে আনুষ্ঠানিকভাবে এখনো ব্যক্ত করেনি। তবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, ঝাড়খণ্ড এখনো বিরোধিতায় অনড় আছে।

আর এর ফলেই পশ্চিমবঙ্গের মতো বিরোধী রাজ্যগুলি যথেষ্ট বেকায়দায় পড়ল বলে বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। জিএসটি নিয়ে জোটবদ্ধ ভাবে একটা জোরদার আন্দোলনের পরিকল্পনা যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, অঙ্কুরেই বিনাশ তার। প্রসঙ্গত ঋণ নিয়ে ঘাটতি পূরণের যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে সে প্রস্তাব মেনে নেয়া পশ্চিমবঙ্গের কাছে যথেষ্ট কঠিন বলে অনেকে মনে করছেন। কারণ করোনা, আমপান পরিস্থিতি রাজ্যের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করেছে। তারপরে কেন্দ্রের কাছে বিপুল ঋণের কারণে মোটা অঙ্কের সুদ গুনতে হচ্ছে রাজ্যকে। তার উপর জিএসটির ঘাটতি পূরণের জন্য রাজ্য যদি আরও ঋণ করবে তবে সমস্যা আরো বাড়বে রাজ্যের। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য সরকারের কপালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!