এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকে আটকাতে বড়সড় আবিষ্কার IIT-এর পড়ুয়াদের! জানুন বিস্তারিত

করোনাকে আটকাতে বড়সড় আবিষ্কার IIT-এর পড়ুয়াদের! জানুন বিস্তারিত


করোনার মত শক্তিশালী মারন ভাইরাসের প্রতিষেধক এখনও পর্যন্ত বের হয়নি। যত দিন যাচ্ছে, তত বাড়ছে আশঙ্কা। পরিস্থিতি বেগতিক আকার ধারণ করছে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুসংখ্যা। তবে বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন, করোনাকে আটকাতে হলে স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

তার কারণে বিভিন্ন দেশ এখন এই করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে লকডাউন করে দিয়েছে। আর এমতাবস্তায় এবার করোণা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নয়া পদক্ষেপ নিল গুয়াহাটি। সূত্রের খবর, গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজির ইউভিসি নেট যুক্ত স্যানিটেশন ডিভাইস বিশাল বড় এলাকা জুড়ে স্যানিটাইজেশন করবে। যার ফলে ভাইরাসের যেমন মৃত্যু ঘটবে, ঠিক তেমনই তা আর সংক্রমিত হবে না বলেও মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই পদ্ধতি অবলম্বন করে 30 সেকেন্ডে জীবাণুমুক্ত করা যাবে বিশাল এলাকাতে। ইতিমধ্যেই এই ইউভিসি লেটযুক্ত স্যানিটাইজেশন ডিভাইসের প্রাথমিক কাজ হয়ে গেছে। তবে এই ডিভাইস চালানোর জন্য এখন রোবট তৈরি করার কথা ভাবছেন বিশেষজ্ঞরা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গবেষক ডঃ সেন্থিলমুরুগান সুব্বিয়া এই কাজের সঙ্গে যুক্ত আছেন বলে খবর। কিন্তু এই ডিভাইস যদি সাফল্য পায়, তাহলে এই সংস্থা করোনা প্রতিরোধ করতে এবং তার ভাইরাস মারতে অনেকটাই সফলতা অর্জন করবেন।

এদিন এই প্রসঙ্গে আইআইটি গুয়াহাটির ডিরেক্টর টিজি সীতারাম বলেন, “সরকারের নির্দেশেই এমন ডিভাইস বানানো হয়েছে। হাসপাতাল চত্বর, আইসোলেশন ওয়ার্ড, কোয়ারেন্টাইন সেন্টার, এমনকি কোনো বড় এলাকা, দোকান বাজার দ্রুত স্যানিটাইজ করার জন্য এমন একটি ডিভাইস বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” এখন এই ডিভাইস প্রয়োগ করে তা কতটা করোনা ভাইরাসকে দমাতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!