এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটে বোর্ডের পরীক্ষায় উদ্ধার ২০০ কেজি টুকলি! চোখ কপালে আধিকারিকদের!

গুজরাটে বোর্ডের পরীক্ষায় উদ্ধার ২০০ কেজি টুকলি! চোখ কপালে আধিকারিকদের!

রাস্তা জুড়ে পড়ে আছে নানা আকৃতির অসংখ্য কাগজের টুকরো। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে অতি ক্ষুদ্র হরফে সেখানে লেখা আছে প্রশ্ন উত্তর। আর সেই মাইক্রো জেরক্সের পাহাড় প্রমাণ কাগজের টুকরো উদ্ধার করলেন সরকারী আধিকারিকেরা।  গুজরাটের একটি পরীক্ষাকেন্দ্রের দৃশ্য ছিলো ঠিক এইরকম। এই ঘটনার সাক্ষী হয়ে থাকলেন খোদ সরকারী কর্তারা। এই ঘটনায় কার্যতই হতবাক রাজ্যের প্রশাসন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত গুজরাটের জুনাগড় এলাকার বনথালি শহরের একটি পরীক্ষা কেন্দ্রে চলছিল গুজরাট রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধমিক স্তরের পরীক্ষা। সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়েই হাজির হয়েছিলেন বোর্ডের পরীক্ষা পরিদর্শক দলের সদস্যরা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বেই তাঁরা রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো দেখতে পেয়ে সেগুলি হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। এবং অল্প সময়েই বুঝতে পারেন যে তাতে লেখা আছে প্রশ্নের উত্তর। এরপরেই পরীক্ষার্থীদের তল্লাশি নিয়ে শুরু হয় টুকলি উদ্ধারের কাজ। জানা গেছে সব মিলিয়ে উদ্ধার হওয়া টুকলি কাগজের পরিমান প্রায় ২০০ কেজি। স্থানীয় পরিদর্শকের সূত্রে জানা গিয়েছে পরীক্ষা শুরুর আগে এক প্রস্থ সতর্ক করে দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। । সেই সতর্কতার সময়েই পরীক্ষার্থীদের একাংশ নিজেদের কাছে থাকা টুকলি জমা দিয়ে দেয়। কিন্তু সেই সতর্কতা যারা শোনেনি, তাঁদের কাছেও ছিল অসংখ্য কাগজ। এইরকম ১৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে অনেক টুকলির কাগজ উদ্ধার হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!