গুজরাটে মোদিকে টক্কর দিতে রাহুলের ভরসা এখন এনারা রাজ্য November 29, 2017 এবার গুজরাট নির্বাচনে কংগ্রেসের প্রধান ভরসা তিন যুব নেতা – পাতিদার আন্দেলনের নেতা হার্দিক প্যাটেল, দলিত নেতা জিগনেশ মেওয়ানি এবং অনগ্রসর নেতা অল্পেশ ঠাকোর। আসন্ন গুজরাট নির্বাচনে ‘গুজরাট ক্ষত্রিয় ঠাকোর সেনা’ এবং ‘ওবিসি-এসসি-এসটি একতা মঞ্চ’ এর নেতা কংগ্রেসের সহ-সভাপতি অল্পেশ ঠাকোরের ওপর অনেক বেশি আশাবাদী কংগ্রেস।একটি এক কথায়, গোটা রাজ্যের অনগ্রসর শ্রেণির মানুষের ভরসা আদায় করতে সক্ষম হয়েছেন তিনি। আমেদাবাদের প্রভাবশালী বিজেপি নেতা ইয়ামল ব্যাস বেশ নিশ্চিত যে উত্তর ও মধ্য গুজরাটে প্রভাবশালী অল্পেশ ঠাকোরের কথায় অনগ্রসর শ্রেণির ভোটাররা কংগ্রেসকে মোটেও ভোট দেবে না। প্রসঙ্গত যে আসন্ন নির্বাচনিতে রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।এই পর্যাইয়ে কার ঝুলি ভোটে ভারী হয় তা দেখার বিষয়। আপনার মতামত জানান -