এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “গুজরাত হাইকোর্ট ৫ বার রাজ্য সরকারকে সতর্ক করেছে।” – বিস্ফোরক অভিযোগ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

“গুজরাত হাইকোর্ট ৫ বার রাজ্য সরকারকে সতর্ক করেছে।” – বিস্ফোরক অভিযোগ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী দিনে বাংলাকে গুজরাট করবার কথা একাধিকবার বলেছেন বিজেপি নেতারা। গুজরাট মডেলের কথা বারবার বলতে শোনা গেছে তাঁদের। এবার গুজরাটে বিজেপি সরকার বিশেষভাবে ব্যর্থ বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে গুজরাটের রাজ্য সরকারের একাধিক ব্যর্থতার কথা তুলে ধরে, বিজেপিকে প্রবল আক্রমণ শানালেন ব্রাত্য বসু।

তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানালেন যে, প্রদীপের নিচে অন্ধকারের সেরা উদাহরণ হল গুজরাট। তিনি অভিযোগ করলেন যে, বিজেপি নেতারা মহিলাদের নিয়ে কথা বলেন, কিন্তু সংসদে মহিলা সংরক্ষণ বিল আনেন না। বেটি বাঁচাও বেটি পড়াও বাজেটে বরাদ্দ হ্রাস করা হয়েছে। গুজরাটের মোট বাজেটের মাত্র ২ % শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে, বলে কটাক্ষ করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানালেন যে, শিশু মৃত্যুর হার ব্যাপক রয়েছে গুজরাটে। গুজরাটে ৯৪ % শ্রমিক সর্বনিম্ন ভাতা পাচ্ছেন না। তিনি জানালেন, গুজরাট হাইকোর্ট ৫ বার রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছে। গুজরাটের হাইকোর্ট রাজ্য সরকারকে আদিবাসী ও মৎস্যজীবীদের দিকে লক্ষ্য রাখার নির্দেশ পর্যন্ত দিয়েছে।
ব্রাত্য বসু জানালেন যে, বিজেপি কৃষকদের নিয়ে কথা বলে, কিন্তু কৃষক আন্দোলন ভাঙতে বিজেপি ঠ্যাঙ্গারে বাহিনী নিয়ে এসেছে।

তিনি দাবি করলেন, রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষককেই সাহায্য করা হয়ে থাকে। তিনি জানালেন যে, কেন্দ্রীয় সরকার গোরক্ষার কথা বললেও, আসলে কৃষকদের ভালোবাসে না, অভিযোগ করলেন তিনি। তিনি জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের ২ বছর আগেই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়ে গেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের ৪০% রাজ্যকে দিতে হয়। কিন্তু, স্বাস্থ্যসাথী প্রকল্পের ১০০% অর্থ দিয়ে থাকে রাজ্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!