এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুলি-বোমার আওয়াজে উত্তপ্ত ভাটপাড়া থেকে ব্যারাকপুর, অর্জুনের বিস্ফোরক তীরে বিদ্ধ তৃণমূল!

গুলি-বোমার আওয়াজে উত্তপ্ত ভাটপাড়া থেকে ব্যারাকপুর, অর্জুনের বিস্ফোরক তীরে বিদ্ধ তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত 2019 সালের লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা সরগরম হয়ে ওঠে। বিশেষত, ভাটপাড়া থেকে শুরু করে টিটাগড় ব্যারাকপুর থেকে শুরু করে নৈহাটি, বিভিন্ন জায়গা উত্তপ্ত হতে শুরু করে। কখনও রাজনৈতিক সংঘর্ষ, আবার কখনও বা অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এখানকার আইন-শৃঙ্খলা কার্যত প্রশ্নের মুখে পড়ে যায়। আর সম্প্রতি ভাটপাড়া পৌরসভার সামনে শুট্যআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ব্যারাকপুরে তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ রীতিমতো চাপের মুখে ফেলে দেয় ঘাসফুল শিবিরকে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে। যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এই অভিযোগ করার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলেও দাবি করতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই হেভিওয়েট বিজেপি সাংসদের এই দাবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি লাল্টু দাস নামে এক তৃণমূল সদস্য মোহনপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মন্তব্য করেন। যেখানে তিনি মূল অভিযোগ তোলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাসের বিরুদ্ধে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিন তিনি বলেন, “নিজেদের মধ্যে ভাগাভাগি চলছে। আর নিজেদের দোষ বিজেপির নামে চাপিয়ে দিচ্ছে। কয়েক হাজার লোক এখনও বিজেপির বাড়ি ছাড়া আছে। বলছে, বিজেপি গুলি চালাচ্ছে। বিজেপির যদি অতই ক্ষমতা থাকে, তাহলে তৃণমূলের লোক যত ভন্ডামি না করুক, বাড়িঘর না ভেঙে দিক। আসলে কিছুই না। পুরোটাই ভাগাভাগি নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হতে দেখা যায় এই বিজেপি সাংসদকে। তিনি বলেন, “পুলিশ কি করবে! ওদের দোষ দিয়ে কি লাভ? ওদের বলে দেওয়া হয়েছে, ভাই তোমরা চুপ থাকো। তোমরা তোমাদের ভাগ নিয়ে থাকো। বাদবাকি তোমাদের মাথা ঘামাতে হবে না।” অর্থাৎ একদিকে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার ব্যাপারে যেমন সরব হলেন এই বিজেপি সাংসদ, ঠিক তেমনই উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় অশান্তি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই সামনে তুলে ধরলেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, 2019 সালে অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন তিনি। এদিকে তিনি দলবদল করার পর থেকেই বিভিন্ন সময় উত্তপ্ত হতে দেখা যায় ভাটপাড়া থেকে শুরু করে নৈহাটি, বিভিন্ন এলাকা। বারবার প্রশাসনের পক্ষ থেকে এই এলাকা শান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। আর সম্প্রতি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করার পরেও, বিভিন্ন ক্ষেত্রে এই উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকাজুড়ে অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে। আর এবার সেই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। স্বাভাবিক ভাবেই অর্জুনবাবুর এই মন্তব্যে তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!