এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুড়-বাতাসা, পাঁচনবারি অতীত! একুশের মহাযুদ্ধের জন্য নতুন ‘মহৌষধের’ সন্ধান দিলেন অনুব্রত!

গুড়-বাতাসা, পাঁচনবারি অতীত! একুশের মহাযুদ্ধের জন্য নতুন ‘মহৌষধের’ সন্ধান দিলেন অনুব্রত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। তৃণমূল-বিজেপি দুই যুযুধান শিবিরের লড়াই এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয়। আর এবার বরাবরের বিতর্কিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল একুশের বিধানসভা নির্বাচনকে নজরে রেখে আরও একবার বিতর্ক উস্কে দিলেন তাঁর অন্যরকম বক্তব্যে। বীরভূম জেলায় অবশ্য তৃণমূল বেশ কিছুটা চাপের মুখেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ইতিমধ্যেই শতাব্দী রায়ের বেসুরো হওয়ার পেছনে অনুব্রত মণ্ডলকে নিয়ে যথেষ্ট আলোচনা চলছে রাজনৈতিক মহলে। কিন্তু বরাবরের বিতর্কিত নেতা অনুব্রত এসব দিকে নজর না দিয়ে এবার জল বাতাসা ছেড়ে এবার পড়লেন চকলেট, বিস্কুট আর জল নিয়ে।

এদিন বীরভূমের মহম্মদবাজারের সভা থেকে অনুব্রত মণ্ডল এই নতুন দাওয়াইয়ের ঘোষণা করেছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি অনুব্রত মণ্ডল এবারের একুশের বিধানসভা নির্বাচন যে পুরোপুরি অন্যরকম হবে সেই ইঙ্গিতই দিয়েছেন। প্রসঙ্গত, জল বাতাসায় যে এবার আর কাজ হবেনা সে কথা ভালই আন্দাজ করেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর তাই এবার ইঙ্গিতপূর্ণভাবে অনুব্রত মণ্ডল জনসভায় দাঁড়িয়ে বলেন, এবারের ভোটে চকলেট, বিস্কুট আর জল দেওয়া হবে। রাজনৈতিক মহল থেকে ইতিমধ্যেই চকলেট, বিস্কুট আর জলের পেছনে আসল কথা খোঁজার চেষ্টা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাছে একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখেনা। খুব স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এই জায়গাকে দখলে রাখা নিয়ে ইতিমধ্যেই লড়াই জমে উঠেছে তৃণমূল এবং বিজেপির। আর সেই ইঙ্গিত দিলেন অনুব্রতও। বীরভূমের সাথে সাথে মেদিনীপুরেও এবার ভোটের খেলা জমবে বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের কেষ্টা। বীরভূমে অনুব্রত গড়ে আম্পায়ারের ভূমিকায় রয়েছেন রামপুরহাটে আশিস বন্দোপাধ্যায়, সাঁইথিয়ায় নিলাবতী সাহা, লাভপুরে রাণা সিং।

পাশাপাশি বীরভূমের প্রার্থী তালিকারও ইঙ্গিত দিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল। সবমিলিয়ে রাঢ়বাংলা বীরভূমকে দখলে রাখতে এবার তোড়জোড় শুরু করে দিয়েছেন বীরভূম জেলা সভাপতি। ইতিমধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশাল পদযাত্রা করেছেন বীরভূম জেলায়। তবে চকলেট, বিস্কুট, জলের মধ্যে দিয়ে অনুব্রত যে কড়া বার্তা রাখলেন বিজেপির প্রতি তা বুঝতে সন্দেহের অবকাশ নেই কারোর। পাশাপাশি লড়াই যে এবার বেশ কঠিন সে ব্যাপারেও নিশ্চিত সবাই। আর তাই তৃণমূল নেতারা রাজ্য দখলের জন্য সেনা সাজাতে শুরু করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!