এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গুরুং সক্রিয় হতেই পাহাড়ে শুরু অশান্তি, মোর্চার যুব সদস্যের উপর হামলা নিয়ে উঠছে প্রশ্ন!

গুরুং সক্রিয় হতেই পাহাড়ে শুরু অশান্তি, মোর্চার যুব সদস্যের উপর হামলা নিয়ে উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২১ সে অক্টোবর পঞ্চমীর দিনে কলকাতার রাজপথে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। প্রায় তিন বছরের অজ্ঞাতবাস কাটিয়ে সেদিন কলকাতায় দেখা যায় গোর্খা নেতা বিমল গুরুংকে। সল্টলেকের গোর্খা ভবনে প্রবেশে বাধা পেয়ে এক কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন বিমল গুরুং। এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রশংসা করেন তিনি। তৃণমূলের হাত ধরে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর হয়ে লড়বার কথা ঘোষণা করেন তিনি। এরপর তিনি পাহাড়ে ফেরার কথা ঘোষণা করেন। তবে, তাঁর পাহাড়ে ফেরার ঘোষণার সঙ্গে সঙ্গেই শোরগোল শুরু হয় পাহাড়ের রাজনীতিতে।

বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরার খবরে ক্ষুব্ধ হন নেতৃত্ব গোর্খা জনমুক্তি মোর্চার প্রেসিডেন্ট বিনয় তামাং ও জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। বিনয় তামাং এর প্রতিবাদ জানান।আবার, ২০১৭ সালে পাহাড়ে অশান্তি ছড়ানোর জন্য UAPA ধারায় তাঁর বিরুদ্ধে মামলা থাকার পরেও কীভাবে বিমান গুরুং কলকাতায় সাংবাদিক সম্মেলন করলেন? কেন পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি? সে বিষয়ে নানা প্রশ্ন উঠেছিল। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন বিনয় তামাং ও অনীত থাপাকে। কলকাতা থেকে ফিরে এক সাংবাদিক বৈঠক করে বিনয় তামাং জানিয়েছিলেন, ” গুরুং সিলেবাসে নেই। পাহাড়ে তার চ্যাপ্টার ক্লোজড।” এরপর বিমল গুরুং বিজেপিতে চলে যাওয়া ১৭ জন কাউন্সিলর তাঁর সঙ্গে আছেন বলে জানিয়ে ছিলেন। এবার বিমল গুরুং পাহাড়ে ফিরতেই আবার অশান্তি শুরু হলো।

তিন বছরের অজ্ঞাতবাস কাটিয়ে বিমল গুরুং পাহাড়ে ফিরে আসার কয়েক দিনের মধ্যে অশান্ত হলো দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার প্রেসিডেন্ট বিনয় তামাং অভিযোগ করেছেন যে, আজ বুধবার দার্জিলিংয়ের টাকভরে বিমল গুরুংয়ের সমর্থকরা জোর করে
একটি পার্টি অফিস খুলতে গেলে, গোর্খা জনমুক্তি মোর্চার এক যুব সদস্য তাতে বাধা দেন। তিনি অভিযোগ করেছেন যে, বিমল গুরুংয়ের সমর্থকরা তার উপর কুকরি নিয়ে হামলা করে। অল্পের জন্য প্রাণে রক্ষা হয়েছে সেই যুব সদস্যের। তবে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিনয় তামাং অভিযোগ করেছেন যে, আজ সকালে দার্জিলিংয়ের টাকভর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিমল গুরুংয়ের পার্টি অফিস করার চেষ্টা করেছিলেন তার সমর্থকরা। এই মুহূর্তে বিমল গুরুংয়ের নামে আদালতে মামলা চলছে। তাই তাঁর পার্টি অফিস খোলা এখন বেআইনি বলেই তাঁর দাবি। সে কারণে, গোর্খা যুব মোর্চার এক সদস্য একাজে বাধা দিতে যান। তখন তাঁর উপর অকস্মাৎ হামলা চালায় গুরুং সমর্থকরা। তিনি অভিযোগ করেছেন যে, তিন বছর পরে পাহাড়ে এসে আবার অশান্তি করার চেষ্টা করছেন গুরুং।

যুব সদস্যের ওপর হামলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাহাড়ের মানুষের কাছে তিনি অনুরোধ করেছেন যে, এই অশান্তির বিরুদ্ধে সকলের গর্জে উঠে, বিমল গুরুংকে যেন সকলে কোণঠাসা করে দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে দুজন সন্দেভাজনকে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় আহত যুব সদস্য দার্জিলিংএর সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!