এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, দুশ্চিন্তার ছায়া শাসক শিবিরে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, দুশ্চিন্তার ছায়া শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। গতকাল রাতে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সমস্যায় পীড়িত ছিলেন সাধন পান্ডে। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এখন তিনি রয়েছেন আইসিইউতে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

নির্বাচনের কিছুটা সময় আগে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধন পান্ডে। এরপর সুস্থ হয়ে আবার নির্বাচনের প্রচারের কাজে যোগদান করেছিলেন তিনি। গতকাল দুপুরে ক্রেতা সুরক্ষা দপ্তরের ট্যাবলোর উদ্বোধন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপর, রাত থেকে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শ্বাসকষ্ট, রক্তচাপের সমস্যা, প্রবল কাশির সমস্যায় আক্রান্ত হন তিনি। তবে, গত কিছুদিন ধরেই তাঁর ফুসফুসের সমস্যা চলছিল। গতকাল হৃদ স্পন্দন ও রক্তচাপ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। তাই দ্রুত তাঁকে হাসপাতালে আনা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, তাঁর সমস্ত রকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন চিকিৎসকেরা। তাঁর করোনা পরীক্ষাও করা হবে। ইতিপূর্বে, তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হননি। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সিওপিডিতে আক্রান্ত রয়েছেন সাধন পান্ডে। ফুসফুসের সমস্যা রয়েছে, এরসঙ্গে রয়েছে কিডনির সমস্যা। বেশকিছু রক্ত পরীক্ষা ও ইসিজি করা হবে তাঁর, সেই সঙ্গে বুকের সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর অসুস্থতায় দুশ্চিন্তার ছায়া শাসক শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!