গুরুতর অসুস্থ বিমান বসু, তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে! জেনে নিন! বামফ্রন্ট রাজনীতি রাজ্য November 12, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোজ মিত্রের প্রয়ানে যখন শোকাহত গোটা চলচ্চিত্র জগৎ, ঠিক তখনই রাজনৈতিক জগতের কাছেও এলো একটি চিন্তার খবর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো বামফ্রন্টের চেয়ারম্যান তথা বর্ষীয়ান নেতা বিমান বসুকে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে যাওয়ার পর তার জ্বর শুরু হয়। ফুসফুসের কষ্টেও ভুগতে শুরু করেন তিনি। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় আসার পরেই তাকে ভর্তি করা হলো হাসপাতালে। সূত্রের খবর, গতকাল রাতেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় বিমান বসুর। আর তারপরেই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। জানা গিয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -