এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গুরুতর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসারত সিপিআইএম হেভিওয়েট নেতা

গুরুতর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসারত সিপিআইএম হেভিওয়েট নেতা

অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক রবীন দেব। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নাশয় সমস্যা থেকেই অসুস্থ হয়ে পড়েছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য। সিপিএমের বহু পুরনো নেতা হলেন রবীন দেব। সিপিএমের সুসময় থেকে দুঃসময় প্রতিমুহূর্তে পাশে ছিলেন তিনি। তাঁর সাহায্যে সিপিএম দলের সংগঠন অনেকাংশেই সাহায্য পেয়েছে বলে মনে করা হয়।

সূত্রের খবর, সোমবার পূর্ব মেদিনীপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন রবিন দেব। কলকাতা ফেরার পর আচমকাই তাঁর পেট ব্যথা হতে শুরু করে। অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য ইএম বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। তবে বর্তমানে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিন বাবুর অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত জরুরী বিভাগেই আছেন তিনি।

রবীন দেব সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং রাজ্য সচিবালয়ের সদস্য এবং বামফ্রন্ট ডব্লিউ.বির সদস্য। সেরকমই অন্যদিকে তিনি রাজ্য কমিটি এবং ভারতীয় ট্রেড ইউনিয়ন (সিটিইউ) এর ওয়ার্কিং কমিটির সদস্য। সিপিআইএম নেতা শচীন সেন এর মৃত্যুর পর 1992 সালে বালিগঞ্জ থেকে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন রবীন দেব এবং জনগনের সমর্থন ও আস্থা অর্জন করে তিনি নির্বাচনে জয়লাভ করেন। বালিগঞ্জ আসনটিতে উন্নয়ন ও এলাকার পরিকাঠামো উন্নয়নের পেছনে রবিন দেব তাঁর অবদানের জন্য এলাকার সকলের কাছে সুপরিচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম জীবনে তিনি 1969 সালে ডেমোক্র‍্যাটিক ইউথ ফেডারেশানের অংশ ছিলেন এবং পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সে সময় গণ-আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি এরপর 1970 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1988 থেকে 1991 পর্যন্ত তিনি ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সেক্রেটারি ছিলেন। এবং পরে ডিওয়াইএফআইয়ের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।

রবীন দেব অসুস্থ হওয়ার ফলে হাসপাতালে ভিড় জমান তাঁর অনুরাগীরা ও সিপিএমের সদস্যগণ। দলীয় নেতারা তাঁর খবর পেতে উৎসুক হন। চিকিৎসক মহল থেকে আশ্বাসবাণী পাওয়ার পর তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আপাতত বরিষ্ঠ সিপিএম নেতা রবিন দেবের সুস্থতা ও আরোগ্য কামনা করছেন দলমত নির্বিশেষে সবাই। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে রবীন দেব বাড়ি না ফেরা পর্যন্ত এত সহজে চিন্তার অবসান যে হবে না তা খুব সহজেই বলা যায়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!