এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুভেন্দুকে সরাতে ব্যর্থ তৃণমূল, নয়া পরিকল্পনা!

গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুভেন্দুকে সরাতে ব্যর্থ তৃণমূল, নয়া পরিকল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রতিপক্ষ শিবির ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীকে ক্রমশ চাপে রাখার চেষ্টা করছে তৃণমূল বলে অভিযোগ উঠতে শুরু করেছে‌‌। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী 2021 এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর তার প্রতি আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে শাসকদল বলে অভিযোগ একাংশের। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে যখন শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন, তখন একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের ওপর চাপ সৃষ্টি করার কৌশল রপ্ত করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি তার বিরুদ্ধে কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে একটি অনাস্থা প্রস্তাব জমা করা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতেই ব্যাংকের পক্ষ থেকে একটি জরুরি সভা ডাকার জন্য তৎপরতা গ্রহণ করা হয়েছিল। তবে সচিবের পক্ষ থেকে জরুরি সভা ডাকার বিষয়টিকে সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হয়নি। এক্ষেত্রে সকল ডিরেক্টররা এর সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছিলেন সেই সমবায় ব্যাংকের সচিব। যার ফলে বহু চেষ্টা করেও তৃণমূল কংগ্রেস ডিরেক্টর দিয়ে শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য জরুরি সভা ডাকার চেষ্টা করলেও, তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গিয়েছিল। তবে এবার অন্য এক পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, মূলত সমবায় আইনের উপর ভিত্তি করে এবার ডিরেক্টরদের পক্ষ থেকে একটি জরুরি সভা ডাকা হবে। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এখন একটাই লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে, যাতে শুভেন্দু অধিকারীকে এই ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো যায়। তাই সচিবের কথামতো জরুরী সভা ডাকা না গেলেও, ডিরেক্টররা যাতে এককাট্টা হয়ে এই ব্যাপারে জরুরি সভা ডাকতে পারেন, তার জন্যই ঘাসফুল শিবিরের পক্ষ থেকে ডিরেক্টরদের পরিকল্পনা এবং রণনীতি ঠিক করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে অনেকে বলছেন, আসলে এই ব্যাংকের চেয়ারম্যান থাকলে শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব ঠিকমতো সামাল দিয়ে তৃণমূলের চক্রান্ত রুখে দেবেন। তাই চাপে পড়েই এখন শাসক দল এই ব্যাংকের চেয়ারম্যান থেকে শুভেন্দু অধিকারীর মত দায়িত্ববান ব্যক্তিকে সরিয়ে দিতে চাইছে। সচিবের বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূলের চেষ্টা প্রথমে ব্যর্থ হয়ে গিয়েছিল। তাই এবার ডিরেক্টরদের দিয়ে জরুরী সভা ডাকিয়ে যাতে শুভেন্দু অধিকারীকে সরানো যায়, তার জন্য আবার পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস বলে দাবি একাংশের।

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “বিরোধী দলনেতা নিজস্ব প্রভাব খাটিয়ে কাঁথি সমবায় ব্যাংকের জরুরী সভা ডাকার উদ্যোগ ভেস্তে দিয়েছেন। আমরা জানি, কিভাবে তিনি এই কাজ করেছেন। ভোট হলে ওনার হার নিশ্চিত।” পাশাপাশি সমবায় আইনে যে এর বিকল্পের কথা বলা আছে, সেই কথাও উল্লেখ করতে দেখা গিয়েছে সেই তৃণমূল নেতাকে। আর তার ফলেই জল্পনা তৈরি হয়েছে যে, তৃনমূলের পক্ষ থেকে ডিরেক্টরদের দিয়ে জরুরি সভা গ্রহণ করার উদ্যোগ নিয়ে শুভেন্দু অধিকারীকে এই পদ থেকে সরানোর চেষ্টা করা হতে পারে। তবে সচিব যখন ডিরেক্টররা একমত নয় বলে সেই জরুরি সভা ডাকার পক্ষে কথা বলেননি, তখন ডিরেক্টররা সমবেত হয়ে তৃণমূলের পরিকল্পনামাফিক পথ চললে শুভেন্দু অধিকারীকে এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো আদৌ কতটা সম্ভব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!