এখন পড়ছেন
হোম > জাতীয় > গুরুত্বপূর্ণ বিল আসতেই ধর্মঘট, ব্যাপক চাপে কেন্দ্র! তীব্র শোরগোল!

গুরুত্বপূর্ণ বিল আসতেই ধর্মঘট, ব্যাপক চাপে কেন্দ্র! তীব্র শোরগোল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  নানা আপত্তি থাকা সত্ত্বেও বুধবার সংসদে বিমা বিল পাস করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। আর তারপরেই তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই এই বিল সরকারপক্ষ সংসদে পাস করানোর চেষ্টা হচ্ছে। আর সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে তৎপরতা গ্রহণ করতেই ধর্মঘটের রাস্তায় হাঁটল 18 টি কর্মী ইউনিয়ন। স্বভাবতই বিল আনার আগেই সরকার পক্ষের তৎপরতা দেখে যেভাবে ধর্মঘটের পথে হাঁটল একাধিক ইউনিয়ন, তাতে এই বিল পাস হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিমা বিল নিয়ে বিরোধীদের তরফ থেকেও নানা অভিযোগ জানানো হয়েছে। মূলত, এই বিমা বিল পেশ করা হলে দেশকে বেসরকারিকরণের পথে এগিয়ে দেওয়া হবে বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু তার পরেও সরকারপক্ষ এই বিল পাস করানোর ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। সেদিক থেকে বুধবার সংসদে বিল পাশ করার সম্ভাবনা প্রবল। এদিকে গোটা বিষয় নিয়ে বিরোধীরা যখন প্রতিবাদ জানাতে শুরু করেছে, তখন তাতেই সীলমোহর দিয়ে সরকারপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো রাস্তায় নেমে পড়ল একাধিক কর্মী ইউনিয়ন। বিক্ষোভ, অবরোধের পাশাপাশি ধর্মঘট করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি বিমান সংস্থার বেসরকারিকরণ করার কথা জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেক্ষেত্রে বিমাকে নিয়েও যে সরকার চিন্তাভাবনা করছে, সেই কথা জানিয়ে দেওয়া হয়। আর তারপরেই সংসদে এই ব্যাপারে বিল পাসের খবর আসতেই রীতিমতো প্রতিবাদ শুরু হয়ে যায়। স্বভাবতই সরকার বিল পাশ করার আগে কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের পথে হেটে সরকার যাতে এই সিদ্ধান্ত গ্রহণ না করে, তার বার্তা দেওয়ার চেষ্টা হল বলেই মনে করা হচ্ছে। যদিও বা সরকারপক্ষ তাতে কতটা কর্ণপাত করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সব মিলিয়ে সংসদে বিল পাশ হলে বিক্ষোভ কতটা ভয়াবহ আকার ধারণ করে এবং তাতে কিভাবে সামাল দেয় কেন্দ্রীয় সরকার, সেদিকেই নজর থাকবে সকলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!