এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুরুত্বপূর্ণ মন্ত্রকে বাবুল, তৃণমূলের চিন্তা বাড়ালেন এই হেভিওয়েট!

গুরুত্বপূর্ণ মন্ত্রকে বাবুল, তৃণমূলের চিন্তা বাড়ালেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হয়েছে। যেখানে এক বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করা বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এত গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়কে দায়িত্ব দেওয়া নিয়ে তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, এতে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা আপদ বিদায় করে দিয়েছি। যাদের চেয়ার ছিল এবং যারা সেই চেয়ারে বসেছে, এটা তাদের ব্যাপার। মিউজিকাল চেয়ার। একজনের চেয়ারে আর একজন বসে পড়েছে। সুতরাং এটা তাদের মধ্যেকার সমস্যা।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল সুকৌশলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!