এখন পড়ছেন
হোম > রাজ্য > হাবিবপুরের বিজেপি নেতা পঞ্চায়েতে পদ পেতেই যা করলেন হতবাক সকলে, জোর চর্চা শুরু রাজ্য জুড়ে

হাবিবপুরের বিজেপি নেতা পঞ্চায়েতে পদ পেতেই যা করলেন হতবাক সকলে, জোর চর্চা শুরু রাজ্য জুড়ে


নির্বাচনী বৈতরণী পার হতে ভোটের আগে জনতার দুয়ারে দুয়ারে ঘুরলেও ভোটে জেতার পরই সেই জনতাকেই কাঁচকলা দেখানোর অভিযোগ ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে। কিন্তু এক্ষেত্রে যেন একেবারেই ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিজেপির মধুময় সরকারকে।

ভোটে জেতার আগে যে জনতাকে নারায়ন বলে ক্ষমতায় এসেছেন তিনি, ভোটে জেতার পরও সেই জনতার উদ্দেশ্যেই সবকিছু সমর্পিত করছেন বিজেপির এই নেতা। সূত্রের খবর, সাজানো-গোছানো অফিস ঘরে নিজের বসার জন্য চেয়ার থাকলেও ওই চেয়ারে বসছেনই না বিজেপির এই মধুময় সরকার। বরঞ্চ মাটিতে মাদুর পেতে সেখানে বসে সাক্ষাৎপ্রার্থী জনসাধারণের জন্য সেই চেয়ারটি বরাদ্দ করেছেন তিনি। আর মধুময় বাবুর এই ঘটনায় এক বাক্যে তার প্রশংসায় পঞ্চমুখ সকলে।

অনেকে বলছেন, জনপ্রতিনিধি হয়তো একেই বলে! বিগত বোর্ডের প্রত্যেকেই আরামকেদারায় বসে অফিস করলেও এখন সেই আরামকেদারা মানুষের জন্য বরাদ্দ করে উল্টে মেঝেতে মাদুর পেতে বসে সাধারণ মানুষের কথা শোনায় বিজেপির মধুময় সরকারের কর্মকাণ্ডে সত্যিই যেন তাজ্জব বনে গিয়েছেন গ্রামবাসীরাও। তবে বিজেপির এই নেতার জনদরদি ভাব নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল।

এদিন এ প্রসঙ্গে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিশ্র বলেন, “ওনার মধ্যে স্বচ্ছতা থাকতে পারে, তবে ওনার দল বিজেপি কি করছে তা সকলেরই জানা। আসলে এটা ওদের চমক ছাড়া আর কিছুই নয়।” অন্যদিকে তৃণমূলের পথে হেঁটেই পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে হবিবপুর এর সিপিএম বিধায়ক খগেন মুর্মু বলেন, “এই ভাবে চেয়ার উৎসর্গ করাটা সত্যিই হাস্যকর। সহ-সভাপতি ভিজিটরদের জন্য বসার ব্যবস্থা করলে হয়তো তিনি আরো বেশি সমর্থন পেতেন। এভাবে সহানুভূতি আদায় করা যায় না।”

তবে সিপিএম হোক বা তৃণমূল কারো কটাক্ষেরই গুরুত্ব দিতে চান না হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা বিজেপি নেতা মধুময় সরকার। এদিন তিনি বলেন, “গ্রামে বহু নিরক্ষর, অল্প শিক্ষিত মানুষ আছেন। তাদেরকে সরকারি দপ্তরে গেলে সম্মান দেওয়া হয় না। তাই ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকেই জনগণের ভোটে জেতার চেয়ার জনগণকেই ফিরিয়ে দিচ্ছি। এর মধ্যে কোন রাজনৈতিক চমক নেই।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একাংশের মতে, যে যাই বলুক না কেন হবিবপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহ-সভাপতি পদ পেয়েও যেভাবে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করছেন তা দেখে বেজায় খুশি গোটা হবিবপুর ব্লক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!