এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট তৃণমূল বিধায়ককে ফোনে খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার সংবাদমাধ্যমের কর্মী! শুরু হইচই

হেভিওয়েট তৃণমূল বিধায়ককে ফোনে খুনের হুমকির অভিযোগে গ্রেপ্তার সংবাদমাধ্যমের কর্মী! শুরু হইচই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২১ সে আগস্ট বিকেল বেলায় বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিককে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়ে সম্প্রতি অস্ত্র মামলায় জড়িত শুভজিৎ রায় চৌধুরীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়া হয়েছিল। সেইসঙ্গে জানানো হয়েছিল যে, মামলা তুলে না নিলে বিধায়ককে গুলি করে হত্যা করা হবে। এরপর বিধায়কের অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্ত করে গ্রেফতার করে প্রথমে গ্রেফতার করে সামসুদ্দিন মালিক বা হাবিব নামের এক সন্দেহভাজনকে। তারপর তার স্বীকারোক্তিতেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এই ঘটনার মূল চক্রী বৈদ্যুতিক সংবাদমাধ্যমে কর্মরত কর্মী প্রসূন সামন্তকে।

পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, এই কাণ্ডে সন্দেহভাজন শামসুদ্দিনকে থানায় মুখোমুখি বসিয়ে, তাকে নানা রকম জিজ্ঞাসাবাদের পর বিধায়ক হুমকি দেওয়ার ব্যাপারে প্রসূন সামন্তর কথা পুলিশকে জানিয়ে দেয় শামসুদ্দিন। এরপর সংবাদমাধ্যমের কর্মী প্রসূন সামন্তকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে থানায় উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়। গতকাল গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানায় উপস্থিত হয় প্রসূন সামন্ত।

জেলার ডিএসপি সৌভিক পাত্র তাকে বিধায়ককে হুমকির ব্যাপারে নানারকম জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর প্রসূন তার দোষ স্বীকার করে নেন। তার স্বীকারোক্তির পরেই পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইতিপূর্বে পুলিশ সামসুদ্দিনের মোবাইল বাজেয়াপ্ত করেছিল, এবার প্রসূনের দুটি মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে মোবাইলে স্পুফ কল করার জন্য একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করা ছিল ওই মোবাইলগুলিতে। যার মাধ্যমে অভিযুক্তেরা অন্যের নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে হুমকি দিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত বিধায়ক নিশীথ মালিককে হুমকি দেওয়া ছাড়াও, গত ২১ সে আগস্ট মেমারির বিধায়ক নার্গিস বেগমকেও ফোন করে হুমকি দিয়েছিল অভিযুক্তেরা। বর্ধমান শহরের একটি হোটেলে বসে প্রসেনজিৎ, সামসুদ্দিন, শুভজিৎ বিভিন্ন ব্যবসায়ীকে ফোন করে হুমকি দিয়ে, বিভিন্ন ভাবে অর্থ আদায় করেছে। বেআইনি অস্র পাচারে শুভজিৎকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হলে বাদবাকি অভিযুক্তরা হোটেল ছেড়ে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার প্রসূন ও শামসুদ্দিনকে বর্ধমান আদালতে তোলে পুলিশ। দুই অভিযুক্তকেই আগামী ৯ ই সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সিজেএম রতন কুমার গুপ্তা। অন্যদিকে বিধায়কের ফোন থেকে সংগ্রহ করা কথোপকথনের রেকর্ডের সঙ্গে প্রসূনের কণ্ঠস্বর মিলিয়ে দেখার জন্য তার কণ্ঠস্বর সংগ্রহের নির্দেশ বিচারক এদিন দিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!