এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার আবহে বেড়ে উঠছে আন্তর্জালিক প্রতারণা চক্র, গ্রাহকদের সতর্ক করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি

করোনার আবহে বেড়ে উঠছে আন্তর্জালিক প্রতারণা চক্র, গ্রাহকদের সতর্ক করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি

সারা বিশ্বজুড়ে মারণ ভাইরাস করোনা অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ভারতেও করোনা তার অতি সক্রিয়তা প্রকাশ করেছে। ফলস্বরূপ, ক্রমাগত দেশে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় দেশকে এবং দেশবাসীকে করোনার হাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন দেশজুড়ে লকডাউনের। ফলস্বরূপ সমস্ত অফিস কাছারি, দোকান বাজার, স্কুল কলেজ সব বন্ধ। তবে লকডাউনের আওতার বাইরে ব্যাংকিং পরিষেবা।

গোয়েন্দা সূত্রের খবর, এই অবস্থাতেও সাধারণ মানুষকে লুটে নেওয়ার জন্য প্রতারকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। বেড়ে চলেছে আন্তর্জালিক প্রতারণা চক্র। এ ব্যাপারে প্রতিটি ব্যাংক তাঁর গ্রাহকদের সতর্কবার্তা দিয়েছেন। এবার এস বি আই এর পক্ষ থেকেও তাঁর গ্রাহকদের সতর্কবার্তা দেওয়া হলো বলে জানা গেছে। সূত্রের খবর, এস বি আই এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার প্রতারকরা বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে ইদানীং গ্রাহকদের বোকা বানানোর জন্য।

তাই প্রতারকদের হাত থেকে বাঁচতে গেলে গ্রাহকদের হতে হবে সতর্ক। করোনার কারণে প্রতিটি ব্যাংক তাঁর গ্রাহকদের অনুরোধ করেছে, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় নিজেদের সাবলীল করে তোলার জন্য। ফলস্বরূপ বেশিরভাগ গ্রাহক নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে থাকেন। আর সেই কারণেই প্রতারকরা এই সুযোগের অপেক্ষায় রয়েছে। এস বি আই এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রাহকদের বোকা বানানোর জন্য এবার সাইবার অপরাধীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিং এর ক্ষেত্রে যে হোমপেজটি ব্যবহার হয়, তার হুবহু একটি নকল হোমপেজ বানিয়েছে প্রতারকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে গ্রাহকদের ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও বিভিন্ন ভুয়া মেসেজ পাঠানো হচ্ছে গ্রাহকদের। এ প্রসঙ্গে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জানানো হয়েছে কোন রকম অচেনা নাম্বার থেকে মেসেজ বা লিংক আসলে গ্রাহকরা যেন সেখানে না ঢোকেন। এবং ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি এ ধরনের কোন মেসেজ বা লিংক গ্রাহকদের মোবাইলে আসে, তাহলে তা যেন সঙ্গে সঙ্গে ব্যাংককে জানানো হয়, তাহলে ব্যাংকের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এস বি আই এর পক্ষ থেকে গ্রাহকদের একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে। মেল আইডিটি হল- epg.cms@sbi.co.in এবং phishing@sbi.co.in। এছাড়াও ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, থানায় সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার জন্য এবং আরো সতর্ক করার জন্য গ্রাহকদের একটি ভুয়ো ওয়েবসাইটের নাম পাঠানো হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। সেটি হল- http://www.onlinesbi.digital। গ্রাহকদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বারংবার অনুরোধ করা হয়েছে, এই ধরনের ওয়েবসাইট যেন গ্রাহকরা না খোলেন। এমনকি এই ওয়েবসাইট থেকে কোনরকম মেসেজ আসলেও গ্রাহকরা যেন কোন রকম তথ্য আদান-প্রদান না করেন।

এর আগেও ইএমআই সংক্রান্ত ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দেশবাসী যখন এক চরম দুরবস্থার সম্মুখীন হয়েছে, ঠিক সেইসময় বেশকিছু ধূর্ত মানুষ তার সুযোগ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সাধারণ মানুষকে ঠকিয়ে তাঁদের অ্যাকাউন্ট ভর্তি করাই যাদের লক্ষ্য। এই পরিস্থিতিতে প্রতিটি ব্যাংকের গ্রাহকদের সদা সতর্ক থাকার কথা বলেছেন সাইবার বিশেষজ্ঞরা এবং ব্যাংক কতৃপক্ষ। তাঁদের দাবি, যত দিন যাচ্ছে প্রতারকরাও ততো বেশি পারদর্শী হয়ে উঠছেন এই প্রতারণার কাজে। আপাতত সতর্ক থাকাই একমাত্র অস্ত্র এই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে গেলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!