এখন পড়ছেন
হোম > রাজ্য > হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও করোনা বিধি না মানার অভিযোগ, বিপাকে সেক্টর অফিসার!

হাইকোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও করোনা বিধি না মানার অভিযোগ, বিপাকে সেক্টর অফিসার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের মরসুমে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ। তাই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সকলেই ভোটগ্রহণের সময় করোনা বিধি মেনে চলেন। এমনকি প্রচারের ক্ষেত্রে অনেকটাই সময় কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

আর এই পরিস্থিতিতে হাইকোর্ট এবং নির্বাচন কমিশন যখন করোনা বিধি মানার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই খামতি চোখে পড়ল। এবার পঞ্চম দফার নির্বাচনে ভোটকেন্দ্রে করোনা বিধি না মানার অভিযোগ উঠল সেক্টর অফিসারের বিরুদ্ধে।

বস্তুত, করোনা ভাইরাস যখন বাড়তে শুরু করেছে, তখন সকলকে ভোটগ্রহণ কেন্দ্রে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষরা যখন সচেতন, তখন সেক্টর অফিসারের খামতি সামনে এল। সূত্রের খবর, আজ মিনাখা বিধানসভা কেন্দ্রের জয়গ্রাম জানকীনাথ হাইস্কুলের সেক্টর অফিসারকে বিনা মাস্কে কাজ করতে দেখা গেল‌।

স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে কমিশনের প্রতিনিধি যদি এইরকম নিয়ম না মেনে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, তাহলে মানুষের মধ্যে কিভাবে সচেতনতা আসবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পরিস্থিতি যখন বিতর্কের চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন বিব্রত হয়ে মাস্ক পড়তে বাধ্য হন এই সেক্টর অফিসার। তবে কেন প্রথম থেকে মাস্ক পড়েননি তিনি, এখন এটাই প্রধান প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একাংশের মতে, নির্বাচন কমিশনের আধিকারিকরা যদি এইভাবে গা ঢিলেমি করতে শুরু করেন, তাহলে মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিভাবে সচেতনতা ফিরবে?

ভোটের মধ্যে মিটিং, মিছিল করার কারণে এবং জমায়েতের জন্য বেশি করে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার নির্বাচন কমিশনের প্রতিনিধি মাস্ক না পড়ায় বিতর্ক চরম আকার ধারণ করল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!