এখন পড়ছেন
হোম > জাতীয় > আমপানের ক্ষত এখনও স্পষ্ট, এবার সব লন্ডভন্ড করতে এগিয়ে আসছে ‘হাইকা’! জানুন বিস্তারিত

আমপানের ক্ষত এখনও স্পষ্ট, এবার সব লন্ডভন্ড করতে এগিয়ে আসছে ‘হাইকা’! জানুন বিস্তারিত


সদ্যসমাপ্ত ঘূর্ণিঝড় আমফানের আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। বহু জায়গায় এখনও ঝড়ের কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে খাদ্য এবং জলের নিত্য অভাবের সম্মুখীন হচ্ছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ভাবে রাজ্য সরকার এবং বেশকিছু বেসরকারি সাহায্যকারী দল উঠে পড়ে লেগেছে। তাঁরাই গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় শুকনো খাবার, জল, ত্রিপল ইত্যাদি। সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় এর কারণে মানুষ হয়ে পড়েছে গৃহহীন। এ পরিস্থিতিতে নতুন করে আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া দপ্তর।

সূত্রের খবর, নতুন করে আরও একটি ঝড় ক্রমশ ঘনীভূত হচ্ছে। জানা যাচ্ছে, এই ঝড়ের গতি হতে পারে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার। ইতিমধ্যে এই ঝড়ের নামকরণ হয়ে গেছে। নাম দেওয়া হয়েছে হাইকা। তবে পশ্চিমবঙ্গ হয়ত এ যাত্রায় বেঁচে যাবে। তার কারণ অনুমান করা হচ্ছে আপাতত এই ঝড়ের গতিপ্রকৃতি দেখে হাইকা বয়ে যাবে গুজরাট ও মহারাষ্ট্রের ওপর দিয়ে। যার ফলে ব্যাপক ক্ষতি হতে পারে সেখানে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কলকাতাতেও সতর্কবাণী জারি করা হয়েছে। বলা হচ্ছে, কলকাতাতেও ঝড়ো হাওয়া বইতে পারে।

ইতিমধ্যে গুজরাট মৌসম ভবন এর পক্ষ থেকে জানানো হয়েছে, এদেশের পশ্চিম প্রান্ত বড়োসড়ো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে। তাই এই মুহূর্তে গুজরাটে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে। আবহাওয়াবিদদের মতে আগামী 1 লা জুন থেকে তেসরা জুনের মধ্যে উপকূলীয় এলাকায় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে এবং গুজরাটের দ্বারকা ও তার পাশের অঞ্চলগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এই ঝড়ের কারণে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলও এই ঝড়ের হাত থেকে নিস্তার পাবে না বলেই মনে করা হচ্ছে। আপাতত করোনার কারণে গুজরাট ও মহারাষ্ট্র যথেষ্ট বিধ্বস্ত হয়ে রয়েছে। তার মধ্যে নতুন করে ঝড়ের আতঙ্ক রাজ্যবাসীকে আরও কোণঠাসা করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কলকাতা নিয়ে আবহাওয়াবিদদের মত, আগামী পাঁচ দিনের মধ্যে কলকাতায় ঝোড়ো হাওয়া আসতে চলেছে, যার গতিবেগ হতে পারে 50 থেকে 60 কিলোমিটার। মঙ্গলবার থেকে কলকাতার বুকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে।

প্রতি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হবে এবং বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদদের দাবি। এদিকে দেশের মৌসম ভবন জানাচ্ছে, এবার দেশে সঠিক সময় বর্ষার আগমন ঘটবে। ফলে চাষাবাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু সদ্যসমাপ্ত ঘূর্ণিঝড়ের কারণে রীতিমতন বড় ক্ষতির মুখে পড়েছে রাজ্যের চাষীরা। রাজ্যে এমনিতেই ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রাজ্যবাসী। একে সদ্যসমাপ্ত আমফান বেশ দাগ কেটে গেছে, তার ওপর নতুন করে বেশ কয়েকটি কালবৈশাখীও বয়ে গেছে এযাবৎকাল রাজ্যের বিভিন্ন জায়গায়।

যার ফলে নতুন করে বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন হয়েছে বলে খবর। এমনিতেই ঘূর্ণিঝড় আমফানের স্মৃতি এখনো টাটকা, তাই যেকোন পরবর্তী কালবৈশাখী ঝড় বা ঝোড়ো হাওয়া যে সাধারণ মানুষের মনে আতংকের সৃষ্টি করবে তা বলাইবাহুল্য। অন্যদিকে বোঝাই যাচ্ছে, রাজ্যের মানুষের যে ক্ষতি হয়েছে তা প্রবলভাবে চাপ সৃষ্টি করছে রাজ্য সরকারের ওপর। একে তো করোনা সংক্রমণে রাজ্য যথেষ্ট চিন্তিত। আপাতত ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে সব দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!