এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “যা ক্ষতি হল, তা হয়তো কয়েক হাজার কোটিতে চলে যাবে।” – বড়সড় আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

“যা ক্ষতি হল, তা হয়তো কয়েক হাজার কোটিতে চলে যাবে।” – বড়সড় আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


অতীতের অনেক ঝড়ঝঞ্ঝা সামলাতে হয়েছে তাকে। কখনও এমন অসহায়তার মুখে পড়তে দেখা যায়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একটা আমফান ঝড় রীতিমতো চিন্তা বাড়িয়ে দিল বাংলার প্রশাসনিক প্রধানের। অনেক আগে থেকেই এই দুর্যোগকে আটকাতে পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির রুদ্রমূর্তি আটকানো গেল না। কিভাবে তার দাপট চালাবে আমফান, তা নিয়ে প্রথম থেকেই নবান্নের কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে বুধবার বিকেল থেকে আমফান কলকাতা, দুই 24 পরগনায় ব্যাপক দাপট চালানোর পর রীতিমতো হতাশ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “বুলবুলের সময় মেরামত করেছিলাম। আজ যেটা হল, সেটা পুরো ধ্বংস। করোনার জন্য এমনিতেই রাজ্যের আয় বন্ধ। তারপর যা ক্ষতি হল, তা হয়তো কয়েক হাজার কোটিতে চলে যাবে।” বস্তুত, কিছুদিন আগেই বুলবুল ঝড়ে বিধ্বস্ত হয়ে যেতে দেখা গিয়েছিল রাজ্যকে। তারপরেই ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এবার ভয়াবহ ঝড়ের দাপটে সেই সমস্ত কিছু আবার ধ্বংস হয়ে যাওয়ায় রীতিমত স্তম্ভিত বাংলার প্রশাসনিক প্রধান।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!