এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাজিরা এড়ানোর ফল, পার্থর অফিসে তদন্তকারীরা! অস্বস্তিতে তৃণমূল!

হাজিরা এড়ানোর ফল, পার্থর অফিসে তদন্তকারীরা! অস্বস্তিতে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের চাপে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে আসছে ঘাসফুল শিবির। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়ের মতে তৃণমূলের শীর্ষ নেতাদের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তলব করার উদ্যোগ নিতে দেখা গিয়েছে। তবে একবার দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হলেও, প্রথম থেকেই ইডির পক্ষ থেকে ডাকা হলেও তাতে সাড়া দিতে দেখা যায়নি রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়কে।

নির্বাচনের আগেও একবার আইকোর চিটফান্ড সংস্থার ঘটনায় তাকে তলব করা হয়েছিল। কিন্তু তখন তা এড়িয়ে গিয়েছেন তিনি। পরবর্তীতে আবার তাকে তলব করা হলে নিজের বাড়ি বা অফিসে এসে তাকে জেরা করতে পারেন তদন্তকারীরা বলে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী। অবশেষে তার কথাতেই সায় দিয়ে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন শিল্প ভবনে উপস্থিত হন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। আর তারপরেই নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সকলের কাছেই স্পষ্ট হয়ে যায় যে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব মেনে তাকে জেরা করতেই সিবিআইয়ের অফিসারদের শিল্প ভবনে এই উপস্থিতি। ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলে কিছুটা হলেও আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। বলা বাহুল্য, নির্বাচনের আগে এবং পরে আইকোর কান্ডে তলব করা হয়েছিল রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু বারবার নিজের ব্যস্ততার কথা উল্লেখ করেন তিনি।

তবে সম্প্রতি সিবিআইয়ের পক্ষ থেকে আবার যখন তাকে তলব করে চিঠি দেওয়া হয়, তখন তিনি জানিয়ে দিয়েছিলেন, তার বাড়িতে বা অফিসে এসে তাকে জেরা করলে তার কোনো অসুবিধে নেই। সেই মত করেই এবার শিল্প ভবনে এসে সেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে উদ্যত হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাংশ বলছেন, এক্ষেত্রে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে সিবিআই। তবে জেরা পর্বে পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সন্তুষ্ট করতে পারেন কিনা, কোন দিকে এগিয়ে যায় গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!