এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাজিরা না দিলেই কড়া পদক্ষেপ, অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা সিবিআইয়ের!

হাজিরা না দিলেই কড়া পদক্ষেপ, অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা সিবিআইয়ের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে একাধিকবার গরু পাচার থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে তলব করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি। তবে সম্প্রতি গরু পাচারের ঘটনায় সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু এবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে চতুর্থবার নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তাকে সিবিআই দপ্তরে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে অনুব্রত মণ্ডল অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দপ্তরে উপস্থিত হচ্ছেন না। তবে বারবার নোটিশ দিয়ে অনুব্রত মণ্ডল যখন ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইকে সহযোগিতা করছেন না, তখন তার বিরুদ্ধে এবার কি করা পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! ইতিমধ্যেই এই ব্যাপারে আশঙ্কা ক্রমশ ঘনীভূত হতে শুরু করেছে।

সূত্রের খবর, আজ ভোট পরবর্তী হিংসার মামলায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না। আর এই পরিস্থিতিতে সিবিআই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজিরা না দিলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!