এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রতিদিন স্নানের পর কপালে একটা হলুদ টিকা! জানেন আপনার জীবনে কিভাবে পরিবর্তিত করতে পারে?

প্রতিদিন স্নানের পর কপালে একটা হলুদ টিকা! জানেন আপনার জীবনে কিভাবে পরিবর্তিত করতে পারে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- তিলক বা টিকা হলো কপালে এঁকে দেওয়া একটি চিহ্ন, যাকে হিন্দু ঐতিহ্য অনুসারে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে এটি একটি প্রতিরক্ষামূলক চিহ্ন হিসেবেও পরিচিত, যা ধর্মীয় অনুষঙ্গকে বোঝায়। হিন্দুদের ক্ষেত্রে এটি আধ্যাত্বিক বাপারের সঙ্গে যুক্ত। অন্যদিকে ধর্মগ্রন্থে বলা হয়েছে অনামিকা আমাদের হৃদয়ের সঙ্গে যুক্ত। আর এই অনামিকা দিয়ে কপালের মধ্যভাগ চাপ দিলে তা মানুষের আত্মিক সংযোগ ঘটায়। এর ফলে ব্যক্তির আধ্যাত্বিক মনোভাব এবং চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায়।

তবে এছাড়াও স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে এর একটি বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। বলা হয়, অনামিকা দিয়ে কপালের মাঝে চাপ দেওয়ার ফলে স্নায়ুতে চাপ পড়ে এবং এতে মন প্রশান্ত হয়, উদ্বেগ, অবসন্নতা, স্ট্রেস এগুলি কমতে শুরু করে। তবে টিকার আকার, উপাদান এবং তাৎপর্য অনুসারে বিভিন্ন রকমের কার্যকারিতা দেখা যায়। টিকার বিভিন্নতা হিসাবে চন্দনের টিকা, হলুদের টিকা, চন্দনকাঠের টিকা, কুমকুম বা সিঁদুরের টিকার অনেক গুলিকে চিহ্নিত করা যায়। যদিও হলুদ বা কাঁচা হলুদের টিকা শুভ বলেই বিচার করা হয়। তবে এছাড়াও দেহকে নিয়ন্ত্রিত করতে, নেতিবাচক শক্তিগুলোকে নির্মূল করতে হলুদের টিকা ব্যবহার করা হয়। এছাড়া এটি প্রাকৃতিক বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পন্ন বলে হলুদকে স্বাস্থ্যসম্মত হিসেবে মনে করা হয়। তবে অন্য ক্ষেত্রে এই হলুদের ব্যবহার করলে কি উপায়ে আপনার সৌভাগ্য ফিরে পেতে পারে তা দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমত হলুদকে লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়, তাই মনে করা হয় হলুদের টিকা পরলে লক্ষীদেবী খুবই প্রসন্ন হন। তবে হলুদের টিকা পরার ক্ষেত্রে প্রতিদিন সকালে স্নান করে তবে সেটা পরা উচিত। কর্মজীবনে কোন সমস্যা থাকলে সেই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে হলুদের টিকা কাজে আসে। এছাড়া পরিবারের সকলের মধ্যে হলুদের টিকা পরার যদি সুঅভ্যাস গড়ে তোলা যায়, তবে পারিবারিক শান্তি বজায় থাকে বলেও মনে করা হয়। এছাড়া অনেকদিন ধরে যারা রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে রোগ মুক্তির উপায় হিসাবে এই হলুদের ব্যবহার করা হয়।

এছাড়া অর্থনৈতিক উন্নতির জন্য হলুদের টিকা শুভ বলে মনে করা হয়। বলা হয় হলুদের টিকা পরলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়া যায়। এর ফলে সঞ্চয় দ্বিগুণ হয় এবং মানুষের অর্থ সংকট দূর হয়। শুধু লক্ষীদেবী নয়, বৃহস্পতিকে তুষ্ট করার ক্ষেত্রেও হলুদের টিকা অনেকে পরে থাকেন। বলা হয় বৃহস্পতিকে শক্তিশালী করতে হলে একটি খুবই কার্যকরী উপাদান হিসেবে পরিচিত। এছাড়া স্নানের পর এই টিকা অনেক ক্ষেত্রেই নেগেটিভ শক্তিগুলো দূর করতে সাহায্য করে। মনে করা প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলিকে আকর্ষণ করতে, বুদ্ধি বাড়াতে এবং গৌরব নিয়ে আসতেও এই হলুদের টিকার যথেষ্ট গুণ রয়েছে। এছাড়া ব্যথা কমাতেও মহৌষধী হিসেবে এই টিকা ব্যবহার করা হয়। এছাড়া নিজের জীবনে সাফল্য আনতে, শক্তি এবং সাহস বাড়াতেও এই টিকার ব্যবহার করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!